চুয়াডাঙ্গা নামকরণ

in #writer7 years ago

আমার প্রোফাইলের নাম চুয়াডাঙ্গা । কারন আমি চুয়াডাঙ্গার সন্থান । আমার বাড়ি চুয়াডাঙ্গা । এবং চুয়াডাঙ্গা বাংলাদেশের একটু ছোট জেলা । চুয়াডাঙ্গার পাশে মেহেরপুর অবস্তিত। বাংলাদেশের সব থেকে ছোট জেলা এটি। 

আমাদের চুয়াডাঙ্গা বাংলাদেশের সর্ব প্রথম রাজধানী ছিল । এবং এটি ভারত সীমানার তিরে অবস্তিত  এজন্য রাজধানী পরিবর্তন করে ঢাকা করা হইচে । আমাদের চুয়াডাঙ্গার মানুষ অনেক ভাল । অনেক সরল সোজা । এবং আমাদের জেলাই এমন কোন ফসল নাই যে হয় না।এই জেলাতে সব কিছু হয়। আবাদি জমি অনেক ভাল মানের ফসল উৎপাদন করা যাই । এবং ব্যাপক হারে কৃষকরা  লাভবান হইয়া থাকে। 

আমাদের জেলাই এশিয়ার সব থেকে বড় চিনি মিল আসে । যা দর্শনা কেরু মিল নামে পরিচিত । এইখানে  পচুর পরিমাণে চিনি উৎপাদন করা হয়। এবং বাংলাদেশের চিনি ঘারতি পুরন করা হয়। 

এই দর্শনা কেরুমিল বিশ্বের সব দেশে পরিচিত । এই কেরু   মিলে চিনির পাশাপাশি মদ ও তৈরি করা হয়। যা বিদেশে রপ্তানি করে পচুর পরিমাণে বৈদেশিক অর্থ উপার্জন করা । 

এছাড়া আমাদের জেলাতে খাজুরে গুড় পাওয়া যাই । যা বাংলাদেশে অনেক প্রচলিত । অনেক সুস্বাদু ।

আমি আমার জেলা নিয়া গর্ব করি ।

সবাইকে অনেক ধন্যবাদ । আমার পোস্ট পড়ার জন্য ।

Sort:  

আমার রুমমেটের বাসা চুয়াডাঙ্গা, খুবই ভালো একজন মানুষ ।

You got a 17.55% upvote from @emperorofnaps courtesy of @chuadanga!

Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!

You got a 16.51% upvote from @postpromoter courtesy of @chuadanga!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker websitevote for @yabapmatt for witness! for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please

This post has received a 4.84 % upvote from @booster thanks to: @chuadanga.

Loading...