গ্রামের মানুষ অনেক সহজ সরল
গ্রাম বাংলার মানুষ খুব সরল মনের হয় । এরা সব সময় একে অপরের সুখ দুঃখে অংশ নেই । কেউ কোন সমস্যা পড়লে সকলে মিলে সমস্যা দূর করার জন্য উঠে পড়ে লাগে । আমাদের গ্রামের মানুষ গুলো অনেক ভাল । সুদু আমাদের গ্রামের নই । বেশি ভাগ গ্রামের মানুষ খুব ভাল হয় । এরা অনেক পরিশ্রমি হয় । সারাদিন কাজ কর্ম করে দিন আনে দিন খাই । মনে কোন কষ্ট নেই । কিন্তু কেউ কোন সমস্যা পড়লে সকলে মিলে তার সমস্যা দূর না করে একদম থামে না। কিন্তু শহরের মানুষ কেউ কারও দুঃখ কষ্ট দেখার লোক নাই । আপনার সামনে কেউ মারা গেলে ও দেখার লোক নাই । সবাই নিষ্ঠুর । কেউ কাউকে বিশ্বাস করে না। কারন শহরে বিভিন্ন রকমের মানুষ বসবাস করে কার মনে কি আছে আল্লাহ জানে।
আর গ্রামের সবাই একজনের জন্য ১০ জন আগাই আসে। একটি কাজ ১০ জন মিলে করে। তবে গ্রামে বেশি ভাগ মানুষ অশিক্ষিত কিন্তু এদের মত ভাল মানুষ হয় শিক্ষত লোক হতে পারেনা। এদের শিক্ষার অভাব থাকতে পারে কিন্তু মানুষকে কখনও ঠকাই না।
You have recieved a free upvote from minnowpond, Send 0.1 -> 10 SBD with your post url as the memo to recieve an upvote from up to 100 accounts!