চেষ্টা করলেই সফল হওয়া যায়

in #try5 years ago

সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন। কখনও জীবনে সুখ আসে কখনও বা দুঃখ তবে দুটি সময়কেই মানিয়ে নিতে শিখতে হবে। ভেঙ্গে পড়া যাবে না। ভেঙ্গে পরলেই সব হারাবেন। মনকে অটল করতে হবে। মনে মনে প্রতিজ্ঞা করতে হবে যে আমি ঐ জিনিসটি পারবোই। সব জিনসই করা সম্ভব৷ খালি চেষ্টা থাকা দরকার। চেষ্টা করলেই সফল হওয়া যায়।