রেমাক্রিতে টুরিস্টদের জন্য একটা কটেজ আছে। খাবারের ব্যবস্থাও তারাই করে দেয়। সেখানে রাতটা কাটিয়ে পরদিন সকালে গাইডের সাথে রেমাক্রি খাল ধরে হাটা ধরলাম নাফাখুম জলপ্রপাত দেখার জন্য। এক দেড় ঘন্টা হেটেই পেয়ে যাই নাফাখুম। গোছল, আড্ডাবাজি আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি দুপুর পর্যন্ত। তারপর সঙ্গে নিয়ে যাওয়া শুকনা খাবার খেয়ে রেমাক্রি। সেখান থেকে কোন রকমে বান্দরবানের শেষ বাস ধরি, এবং সে রাতেই বাসে ঢাকার উদ্দ্যেশ্যে রওয়ানা দেই। সেইসাথে একটি উদ্দেশ্যহীন ঝটিকা ট্যুরেরও সমাপ্তি হয়।
ছবিতেঃ রেমাক্রি খাল।
নাফাখুমের কাছেরই একটি প্রাকৃতিক চিত্র তুলে ধরার চেষ্টা করলাম।
প্রকৃতিতে কৃত্রিমতা মানেই অসুন্দর। এমন প্রাকৃতিক স্থান গুলো আমাদেরই সম্পদ। সুতরাং প্রকৃতির ক্ষতি হয় এমন যে কোন ব্যাপারে সবাই সতর্ক থাকবেন দয়া করে।
Sort: Trending