হলিউড তারকা কেট উইন্সলেট। অস্কার জয়ী এ অভিনেত্রী ‘টাইটানিক’ ছবির মাধ্যমে কোটি মানুষের ভালোবাসা অর্জন করেন। গেলো কয়েক বছর ধরেই বেছে বেছে কাজ করছেন কেট। তার অভিনীত ‘দ্য মাউন্টেন বিটউইন আস’ ছবিটি চলতি মাসে মুক্তি পেয়েছে। তার বিপরীতে রয়েছেন ইদ্রিস অ্যালবার। সম্প্রতি সিনেমায় তার সঙ্গে ইদ্রিস অ্যালবারের বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যের বিষয়ে অজানা তথ্য ফাঁস করলেন এ অভিনেত্রী। আমার বয়স ৪২। আমি ২০ বছর বয়স থেকেই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করছি। ইদ্রিস অন্তরঙ্গ দৃশ্যে একদমই কমফোর্ট ছিলেন না, যা আমি ওর সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি তিনি এরকম দৃশ্যে অভ্যস্ত নন। বললেন কেট উইন্সলেট। টাইটানিক তারকার ভাষ্য, তিনি লক্ষ্য করেছেন ইদ্রিস এ সময় সাবলীল ছিলেন না বরং এক ধরনের হালকা মেজাজে ছিলেন। তিনি আরো বলেন, তবে হ্যাঁ ঘনিষ্ঠ দৃশ্য ছাড়া অন্য জায়গাগুলোতে সে দারুণ অভিনয় করেছেন। তার অভিনয়ে আমি মুগ্ধ। এর আগে ইদ্রিসের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের ছবি নিজের টুইটারে শেয়ার করেছিলেন কেট। ছবিতে দেখা যায়, রাস্তার মধ্যেই সবার সামনে ইদ্রিসকে জড়িয়ে ধরে চুমু দিচ্ছেন কেট। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
‘দ্য মাউন্টেন বিটওয়েন আস’ একটি প্রেম ও আবেগের গল্প। দুর্ঘটনার পর ভালোবাসার দু’জন মানুষ একে অপরকে খুঁজে পাবার জন্য কেমন আকুল হয়ে ওঠেন এবং কোন বাধার সম্মুখীন হয় তাই তুলে ধরা হয়েছে সিনেমায়। এম/ওয়াই
Good