আমি স্বপ্ন দেখতে আসিনি এসেছি স্বপ্ন দেখাতে।
আমি সুখী হতে আসিনি এসেছি তোমার দুঃখগুলোকে কেড়ে নিতে।
আমার প্রয়োজন কি আমার মনে পড়ে না কিন্তু আমি আছি তোমার প্রয়োজন মিটাতে।
আমার জীবনের কোন মূল্য আমি পেতে চাই না আমি চাই আমার জীবনের বিনিময়ে তুমি সুখী হও।
তোমার আমার উপর, আমার কি অভিমান হলো তা আমি কখনোই ভাবিনি, আমি শুধু এই ভেবে পথ চলি যেন আমার কোন অভিমান তোমাকে র্স্পশ না করে।
Sort: Trending