- শুরুটাই শুরু নয় শেষটাও আছে। হিসেব করেছি আমি বছরের দিনগুলি, মিলাতে পারিনি আমি সেই অতীত গুলি। কোথায় হারিয়েছি সোনালি দিনগুলি, কাঁদিয়া ঘুরি আমি তবুও নাহি পাই ফিরি। বছরের ১২ মাস, দিনে ৩৬৫ এটাই শুধু জানি। কেমনে মিলাবো আমি সামনের দিনগুলি।।।
Sort: Trending