সুন্দর কি মানুষ সৃষ্টি লগ্ন থেকেই জানতো না কিংবা বুঝতো না । কিছু জ্ঞানী মানুষ কোন কিছুকে কিংবা বিষয়কে সম্মতি দিয়ে বললো এটাই সুন্দর। আর এই সুন্দরটাই সবার কাছে প্রীয় আর প্রয়োজনীয় হয়ে গেলো। তুমি অসুন্দর নও। তুমি ভালো কিছু করো কিংবা একটা ভালো কিছু আবিষ্কার করো আর দেখবে তুমিও আজ সমাজ, দেশ ও বিশ্ববাসীর কাছে প্রীয় ও প্রয়োজনীয় বলে গণ্য হবে। পৃথিবীর কোন অস্তিত্তই থাকতো না যদি মানুষ না থাকতো। আজ পৃথিবীর যে সকল সুন্দরের পিছনে মানুষ ছুটে বেড়ায় তার সৃষ্টিই মানুষ করেছে। তুমিও মানুষ তবে তুমি কেন পারবে না ?