সেই দিনটাই যে সুখের হবে আমার জানা ছিলো না। আমি শুধু নিজেকে নিয়েই ব্যস্ত ছিলাম। কিছু সময় পর আমরা কয়েক বন্ধু একসাথে হলাম। এক বন্ধু আমাকে তার জীবনের গল্প বললো। তার জীবনের গল্পটা ছিলো একটু অন্য রকম। আমিও তার গল্পের সাথে সাথে নিজেকে বদলানোর চেষ্টা করলাম। আর আমিও যথারিতী বদলে গেলাম। এই জন্য প্রতিটি মানুষের জীবনের গল্প শুনতে হয়। কারন জীবনের গল্পের চেয়ে বড় সত্য কোন সাহিত্যের গল্প হতে পারে না।