Sylhet tea garden beauty

in #tea5 years ago

received_399895100642965.jpeg

সিলেটকে বলা হয় বাংলাদেশের চা এর রাজধানী। কেননা বাংলাদেশে সিলেট এর মতো চা আর কোথাও হয় না। তাই সিলেট হলো বাংলাদেশের চা এর রাজধানী।
আমাদের অনেকের সকালে ঘুম থেকে উথার পর এক কাপ চা প্রয়োজন হয়। এছাড়া আমাদের দেশের বেশির ভাগ মানুষ চা খায়। আমাদের দেশের চা এর চাহিদা মিটিয়ে চা এখন বিদেশে রপ্তানি হয়। সিলেটের বেশকিছু চা বাগানের নজরকাড়া সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে চলেছে। এখানে চা বাগানে তাকালে শুধুমাত্র সবুজ চা বাগান দেখতে পাওয়া যায়। বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের চা এই খানে উৎপন্ন হয়। বাংলাদেশে প্রায় ১৬৩ টি চা বাগান রয়েছে। এর মধ্যে ৩ টি সবচেসবচেয়ে বড়। চা বাগানগুলোতে মহিলা ও আদিবাসী শ্রমিকদের কদর বেশী কারন গাছ থেকে চা পাতা তোলার কাজটি পুরুষদের চেয়ে মহিলারাই ভাল করে। সিলেটের চা বাগানের ভ্রমন যে কারো জন্যই হবে মনে রাখার মতো অভিজ্ঞতা। চা বাগানের বাংলোগুলো চমৎকার করে সাজানো বিশাল বাগানের ওপর অবস্থিত। চা বাগানের জীবন যাত্রাও রয়েছে অনেকটা ইংরেজ আমলের মতই।

Sort:  

This post has received a 10.11 % upvote from @boomerang.

You got a 22.37% upvote from @joeparys! Thank you for your support of our services. To continue your support, please follow and delegate Steem power to @joeparys for daily steem and steem dollar payouts!