Bangladesh Student League !

in #surpassinggoogle6 years ago

বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে আপার ছাত্রলীগের সাধারণ সম্পাদক Golam Rabbani ভাই এর কিছু কর্ম পরিকল্পনা ও সপ্নের কথা .........

১. সকল ইউনিটে মেধা, শ্রম, ত্যাগ সর্বোপরি যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করা হবে। গ্রুপিং ও মাইম্যান নীতি পরিহার করে দেশরত্ন শেখ হাসিনা অন্ত:প্রাণ খাঁটি আদর্শিক কর্মীদের মূল্যায়ন সুনিশ্চিত করা হবে। স্বচ্ছতা-জবাবদিহিতা ও সাংগঠনিক কাজে সকল নেতাকর্মীর আনুপাতিক অংশগ্রহণ ও কার্যকর ভূমিকা নিশ্চিত করা হবে।

২. প্রমাণসাপেক্ষে যাচাবাছাই করে ছাত্রলীগের সকল ইউনিট এবং কমিটি থেকে অনুপ্রবেশকারী ছাত্রদল-শিবির ছাঁটাই করা হবে।

৩. সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে, অধিকার আদায়ে ও বন্ধবন্ধুর আদর্শ প্রতিষ্ঠায় করণীয় নিয়ে নিয়মিত মতবিনিময় সভা আয়োজন, সাধারণ শিক্ষার্থীদের সুপারিশের ভিত্তিতে কাজ করবে ছাত্রলীগ।

৪. নিরক্ষরতা দূরীকরণে সারাদেশে ছাত্রলীগ এলাকাভিত্তিক টিম ওয়ার্কের মাধ্যমে বয়স্ক শিক্ষা, গণশিক্ষা কার্যক্রম শুরু করবে, কেন্দ্র সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সরাসরি মনিটর করবে।

৫. ছাত্রলীগের নিজস্ব ফান্ড গঠন করা হবে, যা শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে চলবে। সে ফান্ডের মাধ্যমে সংগঠনের অসুস্থ-দুর্ঘটনা পিড়ীত কর্মীরা সাহায্য পাবে, সামাজিক ও মানবিক কাজে অবদান রাখবে ছাত্রলীগ।

৬. বঙ্গবন্ধু ও শেখ হাসিনা শিক্ষাবৃত্তি চালু: সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হবে।

৭. ছাত্র সংসদ নির্বাচন : ডাকসুসহ সকল বিশ্ববিদ্যালয়-কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করে শিক্ষার্থীদের মন জয় করেই দেশরত্ন শেখ হাসিনাকে ভিপি-জিএস উপহার দেবে ছাত্রলীগ।

৮. ছাত্রলীগের ইতিবাচক প্রচারণা ও অথেনটিক তথ্যের জন্য নিজস্ব নিউজ পোর্টাল ও দেশের সকল ইউনিটের সাথে আন্ত:যোগাযোগ রক্ষায় ডিজিটাল ডাটাবেজ প্রস্তুত করা হবে।

৯. ছাত্রলীগের নিজস্ব আইটি সেল গঠন করা হবে, যেখানে কর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিভিন্ন শিফটে কাজ করবে। অনলাইনে ছাত্রলীগের ভালো কাজ ও সরকারের উন্নয়ন সারাদেশে তুলে ধরবে, পাশাপাশি বিএনপি-জামাতের অপপ্রচার, গুজব, মিথ্যা প্রোপাগান্ডা প্রতিহত করবে।

১০. সকল সরকারি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের মান উন্নয়নে, বৃহৎ পরিসরে আধুনিক স্টাডি রুম প্রতিষ্ঠায় ছাত্রলীগ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে।

১১. দেশের সকল ইউনিটের নেতা-কর্মীদের যেকোনো সাংগঠনিক সমস্যা, অভিযোগ, চাওয়া-প্রত্যাশা মূল্যায়নে আলাদা বিভাগীয় সেল গঠন। মাসিক রিপোর্ট পর্যালোচনা করে সমাধানে সচেষ্ট থাকবে কেন্দ্রীয় ছাত্রলীগ।

১২. ছাত্রলীগকে বিশ্ব পরিমন্ডলে তুলে ধরতে বিভিন্ন দেশের ছাত্র প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়ে ইন্টারন্যাশনাল কনফারেন্স করবে বাংলাদেশ ছাত্রলীগ।

১৩. দেশব্যাপী মজবুত সাংগঠনিক ভিত্তিকে কাজে লাগিয়ে সরকারের সকল ইতিবাচক কাজ, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে উন্নয়নের তথ্য ওয়ার্ড-ইউনিয়ন লেভেলে ছড়িয়ে দিতে প্রজেক্টর সহ ভিডিও ক্যাম্পেইন করবে ছাত্রলীগ।

১৪. ছাত্রলীগের ওয়েবসাইটকে বিশ্বমানে উন্নীতকরণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেরিফাইড পেইজের মাধ্যমে সকল কর্মকান্ডের নিয়মিত আপডেট জানানো হবে।

১৫. গণমাধ্যমের সাথে নিয়মিত যোগাযোগ, তথ্য আদানপ্রদান ও ইতিবাচক কাজের প্রচার-প্রচারণায় আলাদা ‘মিডিয়া সেল’ ও একটিভ টিম গঠন করবে ছাত্রলীগ।

১৬. বঙ্গবন্ধু, শেখ হাসিনা, মুক্তিযুদ্ধ, ইতিহাস, গুণীজনের লেখনী, সমসাময়িক রাজনীতি প্রভৃতি নিয়ে কাজ করতে নিজস্ব গবেষণা সেল গঠন ও নিজস্ব প্রেসের মাধ্যমে সাপ্তাহিক-মাসিক-ত্রৈমাসিক প্রকাশনার উদ্যোগ নেবে ছাত্রলীগ।

১৭. ইতিবাচক সামাজিক, রাজনৈতিক ও মানবিক উদ্যোগে কর্মীদের উৎসাহ- অনুপ্রাণা দিতে কাজের মূল্যায়ন করে সেরা ইউনিট, শ্রেষ্ঠ সংগঠক, সেরা কর্মী প্রভৃতি শিরোনামে স্বীকৃতি প্রদান ও কার্যকর মোটিভেশন ও পুরস্কারের ব্যবস্থা করবে কেন্দ্রীয় ছাত্রলীগ।

১৮. কর্মীদের বইমুখী ও জ্ঞানপিপাসু করতে প্রতিষ্ঠান ভিত্তিক পাঠচক্র কার্যক্রম, বিতর্ক, উপস্থাপনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্ব দেবে ছাত্রলীগ।

১৯. কমিটি গঠনসহ যেকোনো গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত কেন্দ্রীয় নির্বাহী সংসদ, দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট ইউনিট ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে।

২০. সংগঠনের অতীত ঐতিহ্য ফেরাতে, ইতিবাচক ইমেজ বাড়াতে ছাত্রলীগের যেকোনো পর্যায়ের নেতা-কর্মী, শুভাকাঙ্ক্ষী, সমর্থকের গঠনমূলক পরামর্শ গুরুত্বের সাথে বিবেচনা করবে ছাত্রলীগ।

ভবিষ্যতে অবিভাবকরা গর্ব করে বলবে আমার সন্তান ছাত্রলীগ করে

images (1).jpeg
Source

Bānlādēśa chātralīga niẏē āpāra chātralīgēra sādhāraṇa sampādaka Golam Rabbani bhā'i ēra kichu karma parikalpanā ō sapnēra kathā.........

  1. Sakala i'uniṭē mēdhā, śrama, tyāga sarbōpari yōgyatāra mūlyāẏana niścita karā habē. Grupiṁ ō mā'imyāna nīti parihāra karē dēśaratna śēkha hāsinā anta:Prāṇa khām̐ṭi ādarśika karmīdēra mūlyāẏana suniścita karā habē. Sbacchatā-jabābadihitā ō sāṅgaṭhanika kājē sakala nētākarmīra ānupātika anśagrahaṇa ō kāryakara bhūmikā niścita karā habē.

  2. Pramāṇasāpēkṣē yācābāchā'i karē chātralīgēra sakala i'uniṭa ēbaṁ kamiṭi thēkē anuprabēśakārī chātradala-śibira chām̐ṭā'i karā habē.

  3. Sādhāraṇa śikṣārthīdēra kalyāṇē, adhikāra ādāẏē ō bandhabandhura ādarśa pratiṣṭhāẏa karaṇīẏa niẏē niẏamita matabinimaẏa sabhā āẏōjana, sādhāraṇa śikṣārthīdēra supāriśēra bhittitē kāja karabē chātralīga.

  4. Nirakṣaratā dūrīkaraṇē sārādēśē chātralīga ēlākābhittika ṭima ōẏārkēra mādhyamē baẏaska śikṣā, gaṇaśikṣā kāryakrama śuru karabē, kēndra sanśliṣṭa mantraṇālaẏēra sāthē samanbaẏa karē sarāsari maniṭara karabē.

  5. Chātralīgēra nijasba phānḍa gaṭhana karā habē, yā śatabhāga sbacchatāra bhittitē calabē. Sē phānḍēra mādhyamē saṅgaṭhanēra asustha-durghaṭanā piṛīta karmīrā sāhāyya pābē, sāmājika ō mānabika kājē abadāna rākhabē chātralīga.

  6. Baṅgabandhu ō śēkha hāsinā śikṣābr̥tti cālu: Sakala śikṣā pratiṣṭhānē chātralīgēra pakṣa thēkē subidhābañcita, mēdhābī ō daridra śikṣārthīdēra jan'ya śikṣābr̥ttira byabasthā karā habē.

  7. Chātra sansada nirbācana: Ḍākasusaha sakala biśbabidyālaẏa-kalējē chātra sansada nirbācanēra byabasthā karē śikṣārthīdēra mana jaẏa karē'i dēśaratna śēkha hāsinākē bhipi-ji'ēsa upahāra dēbē chātralīga.

  8. Chātralīgēra itibācaka pracāraṇā ō athēnaṭika tathyēra jan'ya nijasba ni'uja pōrṭāla ō dēśēra sakala i'uniṭēra sāthē ānta:Yōgāyōga rakṣāẏa ḍijiṭāla ḍāṭābēja prastuta karā habē.

  9. Chātralīgēra nijasba ā'iṭi sēla gaṭhana karā habē, yēkhānē karmīrā sbēcchāśramēra bhittitē bibhinna śiphaṭē kāja karabē. Analā'inē chātralīgēra bhālō kāja ō sarakārēra unnaẏana sārādēśē tulē dharabē, pāśāpāśi bi'ēnapi-jāmātēra apapracāra, gujaba, mithyā prōpāgānḍā pratihata karabē.

  10. Sakala sarakāri biśbabidyālaẏē kēndrīẏa granthāgārēra māna unnaẏanē, br̥haṯ parisarē ādhunika sṭāḍi ruma pratiṣṭhāẏa chātralīga agrādhikāra bhittitē kāja karabē.

  11. Dēśēra sakala i'uniṭēra nētā-karmīdēra yēkōnō sāṅgaṭhanika samasyā, abhiyōga, cā'ōẏā-pratyāśā mūlyāẏanē ālādā bibhāgīẏa sēla gaṭhana. Māsika ripōrṭa paryālōcanā karē samādhānē sacēṣṭa thākabē kēndrīẏa chātralīga.

  12. Chātralīgakē biśba parimanḍalē tulē dharatē bibhinna dēśēra chātra pratinidhidēra āmantraṇa jāniẏē inṭāran'yāśanāla kanaphārēnsa karabē bānlādēśa chātralīga.

  13. Dēśabyāpī majabuta sāṅgaṭhanika bhittikē kājē lāgiẏē sarakārēra sakala itibācaka kāja, bibhinna mantraṇālaẏēra sāthē samanbaẏa karē unnaẏanēra tathya ōẏārḍa-i'uniẏana lēbhēlē chaṛiẏē ditē prajēkṭara saha bhiḍi'ō kyāmpē'ina karabē chātralīga.

  14. Chātralīgēra ōẏēbasā'iṭakē biśbamānē unnītakaraṇa ō sāmājika yōgāyōga mādhyamē bhēriphā'iḍa pē'ijēra mādhyamē sakala karmakānḍēra niẏamita āpaḍēṭa jānānō habē.

  15. Gaṇamādhyamēra sāthē niẏamita yōgāyōga, tathya ādānapradāna ō itibācaka kājēra pracāra-pracāraṇāẏa ālādā ‘miḍiẏā sēla’ ō ēkaṭibha ṭima gaṭhana karabē chātralīga.

  16. Baṅgabandhu, śēkha hāsinā, muktiyud'dha, itihāsa, guṇījanēra lēkhanī, samasāmaẏika rājanīti prabhr̥ti niẏē kāja karatē nijasba gabēṣaṇā sēla gaṭhana ō nijasba prēsēra mādhyamē sāptāhika-māsika-traimāsika prakāśanāra udyōga nēbē chātralīga.

  17. Itibācaka sāmājika, rājanaitika ō mānabika udyōgē karmīdēra uṯsāha- anuprāṇā ditē kājēra mūlyāẏana karē sērā i'uniṭa, śrēṣṭha saṅgaṭhaka, sērā karmī prabhr̥ti śirōnāmē sbīkr̥ti pradāna ō kāryakara mōṭibhēśana ō puraskārēra byabasthā karabē kēndrīẏa chātralīga.

  18. Karmīdēra ba'imukhī ō jñānapipāsu karatē pratiṣṭhāna bhittika pāṭhacakra kāryakrama, bitarka, upasthāpanā ō sānskr̥tika karmakāṇḍa paricālanāẏa gurutba dēbē chātralīga.

  19. Kamiṭi gaṭhanasaha yēkōnō gurutbapūrṇa sāṅgaṭhanika sid'dhānta kēndrīẏa nirbāhī sansada, dāẏitbaprāpta nētr̥br̥nda, sanśliṣṭa i'uniṭa ō sthānīẏa nētr̥br̥ndēra sāthē ālōcanāra mādhyamē grahaṇa karā habē.

  20. Saṅgaṭhanēra atīta aitihya phērātē, itibācaka imēja bāṛātē chātralīgēra yēkōnō paryāẏēra nētā-karmī, śubhākāṅkṣī, samarthakēra gaṭhanamūlaka parāmarśa gurutbēra sāthē bibēcanā karabē chātralīga.

Bhabiṣyatē abibhābakarā garba karē balabē āmāra santāna chātralīga karē
Show more
About the Bangladesh Chhatra League, General Secretary of the Bangladesh Chhatra League, Golam Rabbani Bhai's work plan and dreams .........

nnqY4nTT_400x400.jpg
Source

  1. The merit, labor, abandonment and evaluation of the qualifications will be ensured in all the units. By avoiding grouping and maiman policy, the country's prime minister will ensure the evaluation of true ideological workers. Transparency-accountability and organizational work will be ensured in proportionate participation and effective role of all the leaders.

  2. Chhatra Shibir will be pruned to all the BCL BCL units and committee members.

  3. Chhatra League is going to organize regular meeting-related meetings on the welfare of common students, establishing ideals of rights and establishing ideal of bonding, and working on recommendations of general students.

  4. In order to eliminate illiteracy, BCL will start aged education, mass education through group based team work and coordinate with the respective concerned ministry directly.

  5. The BCL's own fund will be formed, which will be based on 100 percent transparency. Through the fund, the organization's sick and accident-affected workers will get help, the BCL will contribute to social and humanitarian work.

  6. Bangabandhu Sheikh Mujibur Rahman Shikhiti will be started: All the educational institutions will be imparted education to the underprivileged, meritorious and poor students on behalf of the BCL.

  7. Student Parliament Election: Chhatra League will give VP-GS gift to the country's Prime Minister Sheikh Hasina by winning the hearts of students by arranging students' elections in all universities and colleges, including DacoSas.

  8. Digital database will be prepared for interactive communication with its own news portal and all the units of the country for the positive campaign and authentic information of BCL.

  9. Chhatra League's own IT cell will be formed, where the workers will work in various shifts based on voluntary action. Online BC will promote the good work and development of the government across the country, as well as prevent BNP-Jamaat propaganda, rumors, false propaganda.

  10. In order to improve the quality of the central library at all the public universities, BCL will work on priority basis to establish a modern study room.

  11. Separate divisional cell structure in evaluation of any organizational problems, complaints, and expectations of leaders and workers of all the units of the country. Central Chhatra League will be seeking solutions to review the monthly report.

  12. Bangladesh Chhatra League will invite international delegation to invite students from different countries to highlight the Chhatra League in the world.

  13. Using all the positive activities of the government by utilizing a strong organizational base throughout the country, BCL will have video campaign with projector to spread information on ward-union level by coordinating with different ministries.

  14. Regular updates to the activities of the BCL website will be updated to the world and social networking through Verifier pages.

  15. Chhatra League will form separate 'Media Cell' and 'Achieve Team' in the promotion of regular communication, media sharing and promotion of positive publicity.

  16. In order to work with Bangabandhu, Sheikh Hasina, Liberation War, History, Gunjian Stakhani, Contemporary Politics, Chattra League will take initiatives to publish weekly-monthly-quarterly through its own research cell structure and its own press.

  17. Encouragement of employees to be encouraged in positive social, political and humanitarian initiatives. Central Chhatra League will recognize the title of best units, best organizers, best performers etc. and provide effective motivations and rewards.

  18. Chhatra League will give importance to organizing institution-based curriculum programs, debates, presentations and cultural activities to guide and guide the workers.

  19. Any important organizational decisions including the formation of the committee will be accepted through discussions with the central executive parliament, the designated leaders, the relevant units and local leaders.

  20. Chhatra League will seriously consider the constructive suggestions of the leaders, activists, well-wishers, supporters of any level of BCL to raise the positive image of the organization.

In future, the guardians will proudly say ...

Sort:  

Source
Plagiarism is the copying & pasting of others work without giving credit to the original author or artist. Plagiarized posts are considered spam.

Spam is discouraged by the community, and may result in action from the cheetah bot.

More information and tips on sharing content.

If you believe this comment is in error, please contact us in #disputes on Discord