আকাশ দেখতে আমাদের সবসময়ই ভালো লাগে। কিন্তু বিকালের পরন্তু রোদ এর সময় আকাশ পুরো লাল বর্ণের ধারণ করে। তখন প্রকৃতি যে তার অন্য আরেক রকম সৌন্দর্য দেখিয়ে মানুষের মনকে আকৃষ্ট করে। আপনি কি সূর্যোদয় আর সূর্যাস্তের সময় আকাশের দিকে তাকিয়ে কোন বিশেষত্ব খেয়াল করেছেন? লক্ষ্য করলে দেখবেন আকাশের খানিকটা অংশ গাঢ় লাল দেখায়। এই গাঢ় লাল রঙে আকাশটা ছেয়ে যায়। আসলে এমনটা হয় আলোর বিক্ষেপণের জন্য। সাধারণত আমরা নীল আকাশ দেখে থাকি। কিন্তুই গাঢ় লাল রঙ আকাশে সবসময় থাকে না। শুধু সূর্যোদয় আর সূর্যাস্তের সময় দেখা যায়। আমাদের সকলেই এই গাঢ় লাল আকাশ দেখতে পছন্দ। এ জেনো এক অপরূপ সৌন্দর্য্যের সমারোহ।
Wonderful and beautiful Subset
You got a 46.15% upvote from @joeparys! Thank you for your support of our services. To continue your support, please follow and delegate Steem power to @joeparys for daily steem and steem dollar payouts!
This post has received a 7.3 % upvote from @boomerang.