।
আলহামদুলিল্লাহ , আয়ুব আলীর অটো ভেনগাড়ীর টাকার ব্যবস্থা হয়ে গেছে । দয়া করে আর কেউ টাকা পাঠাবেন না । গতরাতে ৬০ বয়স্ক আয়ুব আলীর একটি অটো ভেনগাড়ীর জন্য পোস্ট দিয়েছিলাম ।
আমার পোস্টে সাড়া দিয়ে হোসাইন ভাই ১০০০/ এবং হবিগন্জ থেকে সাদাকাত ভাই ৫০০/ টাকা পাঠিয়েছেন । এর পর আমার পোস্টটি নজরে আসে আমেরিকা প্রবাসী চৌধুরী মিঠু ভাইয়ের । তিনি বাকী ৫০০০০/ টাকা দিবেন । ৫০০/ টাকার জন্য কোন সম্যসা হবে না ইনশাআল্লাহ । মিঠু ভাই এর আগেও আমার বিভিন্ন মানবীক কাজে পাশে ছিলেন । মিঠু ভাই ৩/৪ দিন পর টাকা পাঠাবে এবং সাথে সাথেই আইয়ুব আলীর জন্য অটো ভেনগাড়ীটি কেনা হবে ।
মুল পোস্টটি এই রকম ছিল ঃ---
প্রায় ৬০ বছর বয়স্ক আয়ুব আলী ভেনগাড়ী চালিয়ে চার জন এতিমকে লালনপালন করে , আমরা কি পারিনা তার সহযোগী হতে ।
ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলার ঝাটিয়া গ্রামের হাঁপানি রোগে আক্রান্ত ৬০ বছর বয়স্ক আয়ুব আলী । যে বয়সে তার জীবন সংগ্রামে অবসর নেওয়ার কথা সে বয়সে তাকে অটো ভেনগাড়ী ভাড়ায় চালিয়ে চারজন এতিমসহ আট সদস্যদের পরিবারের সংসার চালাতে হয় ।
প্রায় তিন বছর আগে রোড এক্সিডেন্টে তার মেয়ের জামাই মারা যায় , দুটি সন্তনসহ ঘরে ফিরে আসে তার মেয়ে । এক বছর পর তার ছেলেও মারা যায় রোড এক্সিডেন্টে , রেখে যায় দুইটি সন্তান । পাহাড় সমান কস্ট এসে মাথায় পরে বয়স্ক আয়ুব আলীর ।
অপরের অটো ভেনগাড়ী সকাল থেকে সন্ধা পর্যন্ত ভাড়ায় চালিয়ে মহাজনের আমদানী দিয়ে যা থাকে তা দিয়েই চলে আট সদস্যের পরিবার । শরীর দুর্বল থাকায় প্রতিদিন গাড়ীও চালাতে পারে না আয়ুব আলী । কিন্তু এতিম বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে তার আর সহ্যও হয় না ।
যদি নিজের একটি অটো ভেনগাড়ী থাকতো তাহলে তার কস্টটা একটু হলেও লাগব হত । শরীরের অসুস্থতার জন্য যদি কোন দিন নিজে গাড়ী চালাতে না পারত তাহলে অন্যকে ভাড়া দিলেও কিছু আয় হত । কিন্তু যার নুন আনতে পান্তা ফুরায় সে কি করে ৫২০০০/ টাকা দামের গাড়ি কিনবে ।
আমরা কি সবাই মিলে পারি না এই রকম একটি এতিম অসহায় পরিবারের পাশে দাড়াতে ? আমরা সবাই যদি এগিয়ে আসি তাহলে হয়তো সম্ভব । আসুন আমরা সবাই মিলে এই অসহায় পরিবারটিকে একটি অটো ভেনগাড়ী কিনে দেই , যে গাড়ীর ভাড়া দিয়ে চলবে চার এতিমসহ আট সদস্য বিশিষ্ট পরিবারটি ।
বর্তমানে একটি অটো ভেনগাড়ীর মুল্য ৫২০০০/ টাকা ।
এর আগেও আমরা পেরেছি , এবারও আমরা পারব ইনশাআল্লাহ । আল্লাহ আমাদের সহায় হবেন
Hi! I am a robot. I just upvoted you! I found similar content that readers might be interested in:
http://www.ta4mx.blogspot.gr/2011/09/blog-post_16.html
Congratulations @sufian143! You have received a personal award!
1 Year on Steemit
Click on the badge to view your Board of Honor.
Do not miss the last post from @steemitboard: