হাবুর বাড়ির সেই রাতে যা ঘটনা ঘটেছিল
হাবুদের বাসায় অনেক রাতে বেশ অদ্ভুত কিছু ঘটনা ঘটে । এই ঘটনার জন্য ওদের পরিবারের লোকজন বেশ আতঙ্কিত । রাতে ঘর থেকে কেউ বের হইনা । আর ওদের বাড়ি এমন জাইগাই যে বাড়ির চারিপাশে শুধু গাছ আর গাছ এর মাঝে বাড়ি । হাবুদের বাড়িতে বেশ বড় একটা তেঁতুল গাছ ছিল । আর এই তেঁতুল গাছেই ছিল ভূত পেত্নীদের আড্ডা । কিন্তু যত রাত বাড়ে ততো ভূতের আড্ডাটাও বাড়ে । আর এই আড্ডার কারনে হাবুদের পরিবারের লোকজন বেশ ভিতু হইয়া গেছে । রাত হলেই ভয়ংকর শব্দ । ভয়ংকর হাসি যে হাসি শুনলে যে কোন স্বাভাবিক মানুষ ভয় পাবে । কিন্তু ওরা কেউ কে ক্ষতি করে না । সুদু ভয়ংকর কিছু কাজ করে থাকে । অনেক দিন ধরে এদের বসবাস ।
আবার হাবুদের বাড়ি ছিল ২ তলা । আর ২ তলা সাদের উপরে রাতে ভূতেরা অনেক নাচানাচা করে । এমন শব্দ হয় মনে হয় কেউ সাদে লাফালাফি করতেছে । একদিন মজার ঘটনা হল । হাবুদের বাসায় অনেক মেহমান আসছিল । ওর ভিতরে একজন ছিল সাব্বির । ঘটনা টা ওর দিয়া শুরু হইছিল । তার অনেক রাতে ঘুম ভেঙ্গে যাই , পরে সে কিছু সময় খিয়াল করে যে সাদে অনেক শব্দ হচ্ছে । ও মনে করে যে সাদে ওদের সাথে যারা আসছিল ওরা হইত সাদে আড্ডা দিচ্ছে । এই মনে করে সাব্বির একা একা সাদে গেল , সাদে যাওয়ার পর দেখল সাদা কাপড় সবার শরীরে সুদু সাদা কাপড় দেখা যাই আর কিছু দেখা যাই না । সাব্বির মনে করে ওর দাদি হবে হইত । এই ভেবে সাব্বির কাছে যাওয়ার চেষ্টা করল । এবং একটু কাছে যাওয়ার পর দেখে ঐখানে কেউ নাই । সারা সাদ খুজল সাব্বির কিন্তু কেউকে পেল না। অনেক নাম ধরে ডাকল কিন্তু কেউ উত্তর নিল না । সাব্বির মনে করতেছে ওর সাথে সবাই লুকচুরি খেলতেছে । সাব্বির নিচে চলে আসলো যখন কেউকে খুজে না পেল ।
কিছু সময় পর আবার সাব্বির শব্দ শুনতে পেল আগের মতই সেই শব্দ । আবার সাব্বির সাদে গেল ,এইবার সাব্বির চুপিচুপি গেল , এবং পাশে কিছু সময় দাড়াই থাকল আসলে সাদে কে কে আছে তাই দেখার জন্য । কিন্তু সে যা দেখল সেটা দেখার পর সে ভয়ে প্রাই শেষ । তার মুখে কোন কথা ছিল না। সে এই চিত্র দেখার জন্য কোন পস্তুত ছিল না । সে এবং চিৎকার করে উঠলো । তখন হাবুর পরিবার চিৎকার শুনতে পেল তখন হাবুর পরিবারের লোকজন সাদে গিয়া দেখে সাব্বির অজ্ঞান হইয়া গেছে । তার কোন হুশ ছিল না । তখন সাব্বিকে নিচেই নামাই আনে এবং মাথাই পানি দিলে সে জ্ঞান ফিরে আসে । এবং সে অনেক কান্না করে । তার চোখ অনেক লালা হইয়া গেছিল । সে অনেক ভয় পাইছিল । জীবনে প্রথম বারের মত এইচিত্র দেখছিল তাও হটাত করেই । সে নিতে পারেনি । পরে তাকে হুজুরের কাছ থেকে পানি পড়া খাওয়ানো হয় । এর পর আসতে আসতে সে স্বাভাবিক হয় । এই ছিল হাবুর বাড়ির ঘটনা ওইদিনের । এর পর মাঝে মাঝেই এই ঘটনার সাথে ওরা পরিচিত । সবাইকে অনেক ধন্যবাদ ।
✅ Enjoy the vote! For more amazing content, please follow @themadcurator for a chance to receive more free votes!
Congratulations @salahuddinkhan! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :
Click here to view your Board
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP