বাসায় ফিরছিলাম ধানমন্ডি থেকে। মেট্রো শপিং মলের সামনে আসতেই পুলিশ থামিয়ে দিলেন। মাননীয় প্রধানমন্ত্রী যাবেন। যা প্রধানমন্ত্রী যাবেন রাস্তা বন্ধ থাকাই স্বাভাবিক। দাঁড়িয়ে রইলাম ২৫ মিনিট। অনেক মানুষ দাড়ানো।
একজন ভদ্রলোক আসলেন। বয়স হবে ৬০+। পরনে ছিল পাঞ্জাবী, পায়জামা আর মাথায় টুপি। তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। হঠাৎ করেই কর্মরত এক সার্জেন্ট চিৎকার করে উঠলেন রাস্তার অপর পার থেকে," ওই ব্যাটা হুজুরকে পিছে পাঠা নইলে চাকরি হারাইবি।" দুজন পুলিশ এসে তার সাথে দুর্ব্যবহার করেই তাকে পিছনে পাঠাতে চাইল। তিনি বিনয়ের সাথেই বলেন যে তিনি একজন মুক্তিযোদ্ধা। তখন সেটা শুনে ওই কর্মরত অফিসার চটে হেলেন। তিনি বললেন," হুজুরদের দেখলেই আমাগোর খবর আছে। তোগোর জন্যই দেশের এই অবস্হা। ব্যাটা তুই পিছে যা।"
যা হোক এত মানুষের সামনে অপমানিত হয়ে লোকটি পিছনে গিয়ে দাড়ালেন। আর কিছ কথা বললেন যা হয়ত এখানে লিখলে কাল এটা নিয়ে অনেক কিছু হতে পারে।
যা হোক প্রধানমন্ত্রী চলে গেলেন। রাস্তা খুলে দেয়া হল। আমি লোকটার কাছে গিেয় শুধু বললাম, "আমাদের মাফ করে দিয়েন। দেশটার কোনো দোষ নাই।"
লোকটা অশ্রুজল চোখে আমার দিকে তাকিয়ে চলে গেলেন।
It's a sad story and very bad for our country.
Hello! I find your post valuable for the art community! Thanks for the great post! ARTzone is now following you! ALWAYs follow @artzone and the artzone tag, and support our artists!
Hello! I find your post valuable for the wafrica community! Thanks for the great post! @wafrica is now following you! ALWAYs follow @wafrica and use the wafrica tag!
Introducing @bdbot voting service.Send 0.01 sbd/steem for 50-55 vote value is 3x sbd .Url As Memo Service active @bdbot