স্বর্গে পাঁচ বাঙালির আড্ডা

in #story7 years ago (edited)

স্বর্গে এখন তোলপাড় অবস্থা। প্রয়াত মনাদা-কে ঘিরে জমিয়ে বসেছে আড্ডার আসর। কে নেই সেখানে অনুত্তমকুমার থেকে মৌরীদেবী, সুমাত্রা,সুনিপ্রিয়া। শুরু হল এক মজার খেলা। মনাদা সবাইকে ঘুরে ঘুরে প্রশ্ন করতে শুরু করলেন--
মনা দে- কে প্রথম কাছে এসেছে?

মৌরীদেবী - মনাদা আমি, আমি সেই টিন এজেই এসেছি

মনাদা-

কে প্রথম চেয়ে দেখেছে ?

সুমাত্রা - আমি, কোনও সন্দেহের অবকাশ নেই (অনুত্তমকুমারের দিকে ঘুরে তাকিয়) আমি ওইরকম গ্রীবা ঘুরিয়ে না তাকালে তুমি অনুত্তম হতে?

অনুত্তমকুমার (মাথা ঝাঁকাতে ঝাঁকাতে) - কিছুতেই পাই না ভেবে!

মনাদা- কে প্রথম ভাল বেসেছে?

সুনিপ্রিয়া- আরে আমি, আবার কে?

মনাদা - বুঝলাম! আচ্ছা বলতো

  • ডেকেছে কে আগে?

৩ জনে একসঙ্গে--

অনুত্তমকুমার (মুচকি হেসে বলল) - আমি।

মনাদা- কে দিয়েছে সাড়া?

মৌরীদেবী, সুমাত্রা ও সুনিপ্রিয়া- ৩ জনেই মুখ চাওয়া-চাওয়ি করলো, বুঝলো ডিভাইড অ্যান্ড রুল হচ্ছে--

সুমাত্রা (সিগনেচার স্টাইলে বলল) - শুনি

কার অনুরাগে কে হয়েছিল দিশেহারা?

-- অনুত্তম বুঝল হাওয়া খারাপ, সুমাত্রা ফাঁসিয়ে দেবে তাই সেফ খেললো---

অনুত্তমকুমার- কে প্রথম মন জাগানো সুখে হেসেছি তুমি না আমি?


সুনিপ্রিয়া আর মৌরীদেবী দেখলেন আরে এ তো একপেশে হয়ে যাচ্ছে মর্তের মতো ---

সুনিপ্রিয়া ও মৌরীদেবী সমস্বরে বলে উঠলেন-- আমরা কি বানের জলে ভেসে এসেছি মনাদা?

---- মনাদা দেখলো এতো মহা হ্যাপা---

মনাদা- সবুর কর, দেখছি কি করা যায়,
তা বাপু বলতো -
কে প্রথম কথা দিয়েছিলে?

মৌরীদেবী (লাফিয়ে উঠে)-- এটা জিজ্ঞেস করার কী আছে? সবাই জানে আমি...

মনাদা-- আরে সে তো সবাই জানে, তুমি পুরো প্রশ্নটা আগে শোনো -
দুজনার এ দুটি হৃদয় একাকার করে নিয়েছিলে?

--- একাকার করার কথা শুনে দুই সু একটু ঘেঁটে গেল--

সুনিপ্রিয়া (ভারি গলায় বলল) - মনাদা! উত্তম কারুর একার ছিল না, এটা সবাই জানে, ওই সময় কতো মেয়েরা যে ওকে মনে মনে স্বামী ভেবেছিল তা গুনে শেষ করা যাবে না....

অনুত্তম-- মুচকি হাসলো---

মনাদা- হুম! বুঝলাম, তা বাপু একটু খোলসা করে বলতো-

শুরু হল কবে এতো চাওয়া পাওয়া?

মৌরীদেবী- ওকে জিজ্ঞেস করুন আমি বেশী কিছু চাইতাম না

সুমাত্রা বুদ্ধিমতী, তাই বলল -- চাওয়া পাওয়া- ওটা তো ছবি জিজ্ঞেস করার কি আছে?

মনাদা বুঝলেন এরা খুব দুষ্টু, তাই বললেন- আচ্ছা বলতো কখন শুরু হয়েছিল -
একি অনুভবে একি গান গাওয়া?

  • সুমাত্রা ফুল ফর্মে বলল আরে ওই পথ যদি না শেষ হয় গানটা থেকে

-------- মৌরীদেবীর মুখ গোমরা হয়ে গেল, সুনিপ্রিয়া রাগে ফুঁসছে----

মনাদা- শেষ প্রশ্ন তার পরেই রেজাল্ট -
কে প্রথম মন হারানোর স্রোতে ভেসেছে?

সুনিপ্রিয়া- আমি, আর কে, সেই কবে ও চলে গেল, আমি এতোদিন হারানো মন খুঁজে বেড়িয়েছি, সব শেষে এতোদিন বাদে ফিরে পেলাম।

---------------- সবাই চুপ মনাদা গম্ভীর মুখে আকাশের দিকে তাকিয়ে,
কিছু বাদে বললেন-

অনুত্তম তুমি হলে বাঙালীর কেষ্ট ঠাকুর,
মৌরী তুমি হলে রুক্মিণী,

সুমাত্রা- সুনিপ্রিয়া-- তোমাদের মধ্যে টাই, নিজেরা ডিসাইড করো
কে রাধা, কে মীরা...
আমি পালাই.....

মনাদা- পালিয়ে যাবার রাস্তা ধরি, গাইতে গাইতে দৌড় মারলেন.....

(সংগৃহীত)

Sort:  

This post has received a 0.09 % upvote from @drotto thanks to: @engineerasraful.