হ্যালো বন্ধুরা! কেমন আছেন? আশা করি সকলেই ভাল আছেন। কেমন কাটছে steemit এ দিনকাল? তেমন একটা ভাল না তাই তো!
ভাল না হওয়ারই কথা। যারা আমার মত নতুন তাদের ভাল না হওয়ারই কথা। কিন্তু কি করা মানুষ তো সব স্বার্থের পিছনে ঘুরে। এজন্য তারা একবার, দুবার,তিনবার।তারপর আর কিছু বলে দিতে চাই না। আর আমরা কাজ না পেরে না বুঝে হতাশায় ভুগি।
কি করব? কিভাবে কাজ করব? কিভাবে কাজ করলে বেশি ফল পাব? এরকম নানা প্রশ্ন আমাদের মনের ভিতর ঘুরতে থাকে। আর সেসব প্রশ্নের উত্তর না পেয়ে আমরা হতাশায় ভুগতে থাকি। এবং একপর্যায়ে হাল ছেড়ে দিই। কারণ আমার মনের প্রশ্নগুলোর উত্তর তো আমি ঠিকমতো পাই না। কার কাছ থেকে নিব?
যারা একটু বুঝে তারা তো আর আমাদেরকে বলতে চায় না। বুঝাতে চায় না। তারা তো নিজেদের স্বার্থের জন্য ব্যস্ত।
এভাবেই কাটে আমাদের মত নতুনদের দিন। এই দিন গুলো খুবই খারাপ যায় আমাদের। সারাক্ষণ টেনশন থাকে কিভাবে কাজ শিখব? কিভাবে কাজ করবো?
আমি আপনাদের টেনশন মুক্ত করার জন্য ছোট্ট একটা টিপস নিয়ে হাজির হলাম।
হ্যাঁ বন্ধুরা সবকিছুতেই দরকার ধৈর্য। ধৈর্য ছাড়া সফলতার আশা করাটাই বোকামী। এখানে কেন আপনি ধৈর্য ধরা ছাড়া কোথাও সফল হবেন না । এ জন্য সর্বপ্রথম আপনি ধৈর্য ধরুন।
এরপর একজন ভালো জানাশুনা মানুষের কাছ থেকে গাইডলাইন নিন। দেখবেন আপনি অচিরেই সফল হবেন। তো বন্ধুরা গাইডলাইন টা নিবেন কার কাছ থেকে? সকলেই তো স্বার্থের পাগল। কেউ তো আপনাকে ফ্রিতে গাইডলাইন দিবে না। এক্ষেত্রে আমি আপনাকে রেফার করব যে আপনি discord অ্যাপ্লিকেশন টা ইউজ করুন। সেখানে রেজিস্টার করুন। সেখানে যদি রেজিস্টার করতে না পারেন তাহলে এখানে দেখুন
আমার এই পোস্টটাতে নিয়মাবলী সব দেওয়া আছে। সেখান থেকে আপনি রেজিস্টার করে নিন। এরপর দুইটা সার্ভার এর লিংক আমি এখানে দিয়ে দিচ্ছি ওই দুইটা সার্ভারে জয়েন হোন।
steamtuner
এই সার্ভারে আপনি যদি জয়েন হোন তাহলে এখান থেকে যখন তখন যে কোনো বিষয়ে সাহায্য পাবেন। যেকোনো বিষয়ে আপনি যে কাউকে প্রশ্ন করে তার উত্তর পেয়ে যাবেন। আরও বাড়তি একটা সুবিধা হলো এখানে সপ্তাহে দুইবার প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে যারা ফার্স্ট,সেকেন্ড, থার্ড হয় তাদেরকে পুরস্কৃত করা হয়। আপনি server এ রেজিস্টার হয়ে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। আরও সামনে আসছে upvote bot সেখান থেকে আপনি ফ্রিতে upvote নিতে পারবেন। আর এখনো আপনি এখান থেকে upvote এক্সচেঞ্জ করতে পারবেন, ফ্রি তে ফলোয়ার বাড়াতে পারবেন, সুতরাং এই সার্ভারে জয়েন হয়ে যান।
Source
steemit bd
এই server টা steam টিউনারের মতোই্ তবে এখানে বাড়তি সুবিধা হলো এখানে থেকে আপনি register হয়ে 24 ঘন্টায় একটা করে ফ্রিতে upvote নিতে পারবেন। যার মূল্য প্রায় 0.2-.5$ হবে।
বন্ধুরা আপনারা এই দুইটা সার্ভারে জয়েন হয়ে যান। আরো কিছু সার্ভার আছে যেগুলোতে আপনি জয়েন হয়ে কাজ করতে পারবেন। সেগুলো নিয়ে পরে একদিন আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এ পর্যন্তই ধন্যবাদ সকলকে।
Warning! This user is on my black list, likely as a known plagiarist, spammer or ID thief. Please be cautious with this post!
If you believe this is an error, please chat with us in the #cheetah-appeals channel in our discord.