Thankuni Leaves (English/ বাংলা)

in #steemit6 years ago (edited)

That herbal plant is the most absolute friend of your life! Thanakuni leavesFB_IMG_1535099546599.jpg is his name.

Many of us have been allopathic for the treatment of cure diseases. Side effects are not the side effects of the side. Antibiotics, especially in stomach disorders such as typhoid fever, diarrhea, and cholera are always going on.
The side effects of these side-effects are often out of reach of low-income people. However, there are some herbal trees near our hands, which are available free of cost at a very low cost or even if we are looking for them, we do not know. Knowing a lot of times, do not believe. Similarly, a herbal plant is thunkuni.

Thanquni is our most popular page. Pukurpar or lake water can be found very often. In the words, if the stomach is good, then the mind is in the furfure. The doctors said that there are medicinal properties of the Thanakuni leaf, if you can eat regularly, you will not have to suffer from stomach disorders any day. Body-health is refreshing, if you can feed from small, intellect also develops. Let's take a look, to keep youth and stay healthy Thanquni leaves herbal qualities:

  1. There is no substitute for thinning of stomach disorders. Regular play is free from any stomach disease. At the same time there is no problem with stomach problems.

  2. Not only stomachs, ulcers, aggema, and many other dermatitis, including asthma. Skin increases the hairline.

  3. Bacoside A and B. Bacoside B helps in the formation of brain cells and increases blood circulation. Playing at the Thanakuni page regularly increases memory.

  4. Thanakuni helps keep the nervous system active.

  5. Due to leukemia, the skin becomes very dry in many times. It becomes rough. Thanukuni leaves juice reconstructs the dead cells and smooths the skin.

  6. If the old wound is not mixed with any medicines, it can be cleaned with the help of the water. When the juice is immediately heated, the wound is healing.

  7. Thanakuni leaves prevent hair fall. Even new hair helps to grow.

  8. Even when the age increases, youth retains the juice of the chicken leaf. Every day 5-6 teaspoons of one glass of milk, mixed with the juice of the leafy leaves, the appearance of beauty comes in handy. Confidence also increases.

  9. Due to dental disease, Thankuni's pair fairing. If you have pain in the stomach or pain in your teeth, it will help to make a big bowl of water, then after crushing it with water you get relief.

যে ভেষজ উদ্ভিদ আপনার জীবনের সবচেয়ে পরম বন্ধু! থানকুনি পাতা তার নাম।
__________________________________________♦

চটজলদি রোগ নিরাময়ের জন্য আমরা অনেকেই অ্যালোপ্যাথির দ্বারস্থ হই। কষ্ট লাঘবে তখন পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টা মাথায় থাকে না। বিশেষ করে টাইফয়েড জ্বর, ডায়রিয়া, কলেরার মতো পেটের রোগে অ্যান্টিবায়োটিকও চলে সবসময়।
পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত ওই সব ওষুধের দামও অনেক সময় নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে হয়ে যায়। অথচ আমাদের হাতের কাছেই কিছু ভেষজ গাছ রয়েছে, যেগুলি অত্যন্ত অল্প দামে বা একটু খুঁজলে বিনামূল্যেও পাওয়া যায়, আমরা জানি না। অনেক সময় জেনেও, বিশ্বাস হয় না। তেমনই একটি ভেষজ উদ্ভিদ হল থানকুনি।

থানকুনি আমাদের অতিপরিচিত পাতা। পুকুরপাড় বা জলাশয়ে হামেশাই দেখা মেলে। কথায় বলে, পেট ভালো থাকলে মনও ফুরফুরে থাকে। চিকিৎসকরাই বলেন, থানকুনি পাতার এমন ভেষজ গুণ রয়েছে, নিয়মিত খেতে পারলে, পেটের অসুখে কোনও দিনও ভুগতে হবে না। শরীর-স্বাস্থ্য তো সতেজ থাকেই, ছোট থেকে খাওয়াতে পারলে বুদ্ধিরও বিকাশ হয়। দেখে নেয়া যাক, যৌবন ধরে রাখতে ও সুস্থ থাকতে থানকুনি পাতার ভেষজ গুণগুলি:

১. পেটের রোগ নির্মূল করতে থানকুনির বিকল্প নেই। নিয়মিত খেলে যে কোনও পেটের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। একই সঙ্গে পেট নিয়ে কোনও দিনও সমস্যায় ভুগতে হয় না।

২. শুধু পেটই নয়, আলসার, এগজিমা, হাঁপানিসহ নানা চর্মরোগ সেরে যায় থানকুনি পাতা খেলে। ত্বকেও জেল্লা বাড়ে।

৩. থানকুনি পাতায় থাকে Bacoside A ও B। Bacoside B মস্তিষ্কের কোষ গঠনে সাহায্য করে ও রক্ত চলাচল বাড়ায়। থানকুনি পাতা নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়।

৪. থানকুনি স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সাহায্য করে।

৫. মৃতকোষের ফলে চামড়ায় অনেক সময়ই শুষ্ক ছাল ওঠে। রুক্ষ হয়ে যায়। থানকুনি পাতার রস মৃতকোষগুলিকে পুনর্গঠন করে ত্বক মসৃণ করে দেয়।

৬. পুরনো ক্ষত কোনও ওষুধেই না সারলে, থানকুনি পাতা সিদ্ধ করে তার জল লাগালে সেরে যায়। সদ্য ক্ষতে থানকুনি পাতার রস লাগালে, ক্ষত নিরাময় হয়ে যায়।

৭. থানকুনি পাতা চুল পড়া আটকে দেয়। এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করে।

৮. বয়স বাড়লেও, যৌবন ধরে রেখে দেয় থানকুনি পাতার রস। প্রতিদিন একগ্লাস দুধে ৫-৬ চা চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খেলে, চেহারায় লাবণ্য চলে আসে। আত্মবিশ্বাসও বেড়ে যায়।

৯. দাঁতের রোগ সারাতেও থানকুনির জুড়ি মেলা ভার। মাড়ি থেকে রক্ত পড়লে বা দাঁতে ব্যথা করলে একটা বড় বাটিতে থানকুনি পাতা সিদ্ধ করে, তারপর ছেঁকে নিয়ে সেই জল দিয়ে কুলকুচি করলে উপকার পাওয়া যায় চটজলদি।

Sort:  

Peace, Abundance, and Liberty Network (PALnet) Discord Channel. It's a completely public and open space to all members of the Steemit community who voluntarily choose to be there.Congratulations! This post has been upvoted from the communal account, @minnowsupport, by Ratul Ahmed from the Minnow Support Project. It's a witness project run by aggroed, ausbitbank, teamsteem, someguy123, neoxian, followbtcnews, and netuoso. The goal is to help Steemit grow by supporting Minnows. Please find us at the

If you would like to delegate to the Minnow Support Project you can do so by clicking on the following links: 50SP, 100SP, 250SP, 500SP, 1000SP, 5000SP.
Be sure to leave at least 50SP undelegated on your account.