Parthenium the tree (English/ বাংলা)

in #steemit6 years ago (edited)

Breathing from allergy to be careful of this tree!

This tree has small white flowers. Look at it and feel calm.
But it is not the idea that the tree is spreading poisons, mostly the people. The name of the tree is Perthaniam. Media has been published in media before it is harmful. But there is no such awareness after that.

Many people cut trees and take them home to fuel. They do not know whether there is any damage to this tree. After the school holidays, students took flowers from the tree and took it home to play!

Officially, there is no concern with Parthanyanam.

Local youths are nowhere to be searched. They occasionally cleaned the thorn bush of the Perthaniam. An organization of the forests of India, working in protecting the environment. Last year they cleaned Parthenium in different areas. Faithful beliefs by the organization said that most people do not know what Parthyaniyam can do to harm. In the future, we will organize workshops to make people aware.

Superintendent of Bongaon Sub-division Hospital Shankar Prasad Mahato said, the stench of the Perthaniam flower rains spread to the air. By breathing it can reach the lungs of the human. It causes asthma, allergy, asthma.

The leaves of the trees look like carrots. Grows where the place gets. People are harmed. There is also damage to cattle and crops for this tree. When eating cows and goats, there is fever and indigestion. Experts say that crop production may decline due to pollination of perthony by the fields.

Even after burning this tree, reno can fly and spread elsewhere. Environment workers say that the tree should be thrown into the ground on the ground. When the car is taken through the Parthanyan area, it is necessary to wash the car after coming home.FB_IMG_1535818446805.jpg20180905_181000.jpg

শ্বাসকষ্ট অ্যালার্জি থেকে বাঁচতে এই গাছ হতে সাবধান!

এই গাছটিতে ছোট ছোট সাদা ফুল ধরে। সেদিকে তাকালে মনে প্রশান্তি জাগে।
কিন্তু কী বিষবাষ্প ছড়াচ্ছে সে গাছ, তা নিয়ে ধারণাই নেই বেশিরভাগ মানুষের। গাছটির নাম পার্থেনিয়াম। গাছগুলো যে ক্ষতিকর তা নিয়ে আগেও গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। কিন্তু তার পরেও তেমন কোনো সচেতনতা নেই।

অনেকে ওইসব গাছ কেটে বাড়ি নিয়ে যান জ্বালানি করবেন বলে। এই গাছ থেকে কোনো ক্ষতি হয় কিনা তা তারা জানেন না। স্কুল ছুটির পর ছাত্রছাত্রীরা ওই গাছ থেকে ফুল তুলে বাড়িতেও নিয়ে যায় খেলার জন্য!

সরকারিভাবেও পার্থেনিয়াম নিয়ে তেমন কোনো উদ্বেগ নেই।

কোথাও কোথাও স্থানীয় যুবকেরা খোঁজখবর রাখেন। তারা মাঝে মধ্যে পার্থেনিয়ামের ঝোপ কেটে পরিষ্কার করেন। পরিবেশ রক্ষায় কাজ করে ভারতের বনগাঁর একটি সংস্থা। গত বছর তারা বিভিন্ন এলাকায় পার্থেনিয়াম কেটে পরিষ্কার করেছিল। সংস্থার তরফে ধৃতিমান বিশ্বাস বলেন, পার্থেনিয়াম কী ক্ষতি করতে পারে, তা বেশিরভাগ মানুষই জানেন না। ভবিষ্যতে আমরা মানুষকে সচেতন করতে কর্মশালার আয়োজন করব।

বনগাঁ মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসক শঙ্করপ্রসাদ মাহাতো বলেন, পার্থেনিয়ামের ফুলের রেণু বাতাসে ছড়িয়ে পড়ে। শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে তা মানুষের ফুসফুসে পৌঁছে যায়। এর জেরে শ্বাসকষ্ট, অ্যালার্জি, হাঁপানি হয়।

গাছের পাতাগুলো গাজর পাতার মতো দেখতে। যেখানে জায়গা পায় সেখানে গজিয়ে ওঠে। মানুষের তো ক্ষতি হয়। গবাদি পশু ও ফসলেরও ক্ষতি হয় এই গাছের জন্য। গরু-ছাগল গাছ খেয়ে ফেললে জ্বর ও বদহজম হয়। খেতের পাশে গজিয়ে ওঠা পার্থেনিয়ামের দূষণ থেকে ফসলের উৎপাদ‌ন কমতে পারে বলেও বিশেষজ্ঞদের মত।

এই গাছ পুড়িয়ে ফেললেও রেণু উড়ে গিয়ে অন্যত্র বিস্তার লাভ করতে পারে। পরিবেশ কর্মীরা জানান, পার্থেনিয়াম গাছ মাটিতে গর্ত করে পুঁতে দেওয়া উচিত। পার্থেনিয়াম এলাকার মধ্যে দিয়ে গাড়ি নিয়ে গেলে বাড়ি এসে গাড়িও ভাল করে ধুয়ে ফেলা দরকার।

Sort:  

Peace, Abundance, and Liberty Network (PALnet) Discord Channel. It's a completely public and open space to all members of the Steemit community who voluntarily choose to be there.Congratulations! This post has been upvoted from the communal account, @minnowsupport, by Ratul Ahmed from the Minnow Support Project. It's a witness project run by aggroed, ausbitbank, teamsteem, someguy123, neoxian, followbtcnews, and netuoso. The goal is to help Steemit grow by supporting Minnows. Please find us at the

If you would like to delegate to the Minnow Support Project you can do so by clicking on the following links: 50SP, 100SP, 250SP, 500SP, 1000SP, 5000SP.
Be sure to leave at least 50SP undelegated on your account.