কখনোই পেলের সমান হতে পারবেন না নেইমার

in #steemit7 years ago

কখনোই পেলের সমান হতে পারবেন না নেইমার

নেইমার যত ভালো খেলোয়াড়ই হন না কেন, দেশের ব্রাজিল কিংবদন্তি পেলেকে কখনোই স্পর্শ করতে পারবেন না তিনি, বলেছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলীয় কোচ লুই ফেলিপে স্কলারি
ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় অবস্থানে আছেন তিনি, এই ২৬ বছর বয়সেই করে ফেলেছেন ৫৭ গোল। এই তালিকার শীর্ষে আছেন ৭৭ গোল করা পেলে। নেইমারের সামনে এখন পেলেকে ছাপিয়ে যাওয়ার লক্ষ্য। বয়স বিচারে সেটি যে তিনি করবেন—এ নিয়ে সন্দেহ নেই কারোরই।