হ্যালো স্টিমিয়ান বন্ধুরা, দিনকাল কেমন যাচ্ছে? আমার বেশি ভালো যাচ্ছেনা । প্রফিটাবল কোনো বিডই পাওয়া যায় না । কতগুলো অনভিজ্ঞ ভাইয়েরা না বুঝে বিড করে নিজেরাতো ক্ষতিগ্রস্ত হচ্ছেই সাথে সাথে আমাদেরকেও ক্ষতির মধ্যে ফেলছে ।
নতুন ভাইদেরকে অনুরোধ করব, প্লিজ ভাই বুঝে শুনে বিড করেন । না বুঝে থাকলে সিনিয়রদের কাছে শিখে তারপরে বিড ধরতে আসেন । নিজেও লস থেকে বাচুন, আমাদেরকেও বাচান । এভাবে না বুঝে বিড করতে থাকলে একসময় পুঁজি শেষ করে ঘরে উঠতে হবে ।
আপনার কথার সাথে আমি একমত। অনেকেই না বুঝে বিড করার কারনে ওনার সাথে সাথে সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আমিও আপনার মতই নতুন ভাইদেরকে অনুরোধ করব, প্লিজ ভাই বুঝে শুনে বিড করেন । তাহলে আপনার সাথে সাথে আমরাও লাভবান হবো।
You got a 6.13% upvote from @emperorofnaps courtesy of @alaminnoman!
Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!
You got a 3.30% upvote from @upmewhale courtesy of @alaminnoman!
Earn 100% earning payout by delegating SP to @upmewhale. Visit http://www.upmewhale.com for details!