মানুষের জীবনটা বড়ই অদ্ভুত ,একা আসতে হয় একা যেতে হয় , মাঝখানের সময় টুকুতে কত বৈচিত্র্যময় ঘটনা ঘটে যায়,
হাসি কান্না সুখ দুঃখ ,জয় পরাজয়ের নিয়ে পথচলতে হয়
,কেও দুঃখ দিয়ে হাসি দেয় আর কেও হাসি দিয়ে দুঃখ কে ডেকে রাখে,
কেও আবার অন্যর হাসির জন্য নিজের জীবনের সাথে যুদ্ধ করে বিজয়ী চিনিয়ে আনে । আর সব কিছুর পর জীবন একদিন থেমে যায়।
Sort: Trending