এবারের SSC Result আর বাংলাদেশ ক্রিকেট দলের প্রতিটি South Africa Tour প্রায় একইসূত্রে গাঁথা।
হঠাৎ করে বাউন্সি উইকেটে ব্যাটিংয়ে গিয়ে যেমন "হাফ-ভলি" বল পাওয়া যায়না, ঠিক তেমনি "টাইট" দেয়ার নিয়ত করে পরীক্ষার উত্তরপত্র দেখতে নির্দেশ পাওয়া পরীক্ষকদের কাছ থেকেও ভালো নম্বর আশা করা যায়না।
-কি আর করা.... ২০০৯ সাল থেকে চলে আসা "ঢিলেঢালা" নীতি পরিহার করে উত্তরপত্র মূল্যায়ন করার দরুন এই দুর্গতি ঘটেছে বলে আমার বিশ্বাস। ২০০৮ সালের ঠিক ১০ বছর পর আবারো পুরনো মানদন্ডে উত্তরপত্র বিচার করার হঠকারী উদ্যোগ নেয়ায় কোমলমতি শিক্ষার্থীরা সফলতার দৌড় থেকে ছিঁটকে পড়েছে, ঠিক যেমন বাংলাদেশী ব্যাটসম্যানরা বাউন্সারে পুল/হুক করতে গিয়ে ক্যাচ দিয়ে আসে।
এই দুর্যোগেরও একটা ভালো দিক আছে বলে আমি মনে করি। এবার থেকে অন্তত সব শিক্ষার্থী স্কুল, কোচিং, প্রাইভেট টিউশনসহ সবকিছুতেই নিয়মিত হওয়ার পাশাপাশি হোমওয়ার্ক নিয়েও সিরিয়াস হবে।
স্কুলব্যাগে করে "এক্সট্রা আউটড্রেস/ডিভিডি/ছুরি" না এনে বইখাতা, কলম, জ্যামিতিবক্স, ক্যালকুলেটর নিয়ে স্কুলে আসবে।
Congratulations @istiak! You have received a personal award!
1 Year on Steemit
Click on the badge to view your Board of Honor.
Do not miss the last post from @steemitboard:
Congratulations @istiak! You received a personal award!
You can view your badges on your Steem Board and compare to others on the Steem Ranking
Vote for @Steemitboard as a witness to get one more award and increased upvotes!