সাকিব আল হাসান একজন বাংলাদেশী ক্রিকেটার।

in #sportstalk5 years ago

Screenshot_2019-09-21-20-08-34-24.png
সাকিব হচ্ছেন বিশ্বের অলরাউন্ডার খেলোয়ার যেমন তার বল তেমনই তার ব্যাটিং, আমার প্রিয় একজন খেলোয়ার সাকিব কে ছাড়া বাংলাদেশের টিম কল্পনা করা যায়না, বা হাতে বল করে এবং বা হাতেই ব্যাটিং করে থাকেন দুর দুরান্ত খেলা করে থাকেন এই খেলোয়ারটি, বাংলাদেশ এমন একটা দেশ যাতে এদের প্রতাভা তেমন মুল্যায়ন করা হয় না, যদি শাকিব অন্য কোনো দেশে জন্মগ্রহন করতো তাহলে সে নাম্বার ওয়ান হয়েই থাকতো। একটি টিমে সবার অবদান থাকা অবশ্যক, একজন বা দু-জন সেরে বা অলরাউন্ডার হলেই হয় না টিমে সবার ভুমিকা অল্প হলেও থাকতে হয় তবুও সাকিবের জন্য অনেক ম্যাচ এ জয়ী হয়ে থাকে, সাকিব বাংলাদেশের অহংকার, বাংলাদেশেরর গর্ব। this player is awesome played ground. he is the allrounder player. religion in bangladesh left hand batting and boller he is the best player in bangladesh team bangladesh are very proud for this player,(sakib al hassan) he is different an others player, every match are very conceptly handeled sakib al hassan are very importance in bangladesh team.love you so much sakib al hassan.