বাংলাদেশ আজ আহত বাঘ। ফাইনাল এ যাবার জন্য বিজয় হুংকার দিয়ে ঝাঁপিয়ে পড়বে আফগানিস্তান এর উপর। আজ আফগান ও ২৬ তারিখ পাকিস্তান এর যে কি অবস্থা হবে ভেবেই কেমন জানি লাগছে। আহত বাঘ যখন গর্জন করে তখন............
আজ ভারত পাকিস্তান ম্যাচ এ যদি ভারত জিতে যায় তাহলে সমীকরন আরো সহজ হবে বাংলাদেশের জন্য। তাহলে ২৬ তারিখ কোনোরকম পাকিস্তান কে হারালেই উঠে যাবে বাংলাদেশ।আর পাকিস্তান কে হারানো খুব একটা কঠিন নয় বাংলাদেশের জন্য।।
ভারত আজ জিতবে।
বাংলাদেশ ও আজ জিতবে ইনশাআল্লাহ