সালাউদ্দিন যখন এর প্রধানের দায়িত্ব নিল তখন আমরা অনেক আশাবাদী ফুটবলে সুদিন ফিরে আসছে। সে বেশ কিছু কাজও নিয়েছিল ব্যায়াম যেমন বিভিন্ন জেলাতে ফুটবল ম্যাচ করা বঙ্গবন্ধু গোল্ডকাপ বঙ্গবন্ধু সুপার কাপ প্রতিবছরই কিন্তু হচ্ছে সালাহউদ্দিনের সফল।
কিন্তু দিন সম্ভবত অনেক আগে একবার বলেছিল যে 2022 সালের মধ্যে বাংলাদেশকে ফুটবল নে দেখতে চায় সেটা নিয়ে এখন অনেকে ট্রোল করে বাংলাদেশের এখন যে অবস্থা তাতে আসলে তারা রেংকিংয়ে আরো অনেক পিছনে চলে গেছে। নেপাল কে বাংলাদেশ আগে হারিয়ে দিত সেই তাদের কাছেই এখন বাংলাদেশে নিজের মাটিতে হেরে যাচ্ছে অনবরত।
দেশের ফুটবলে কিন্তু খেলা মোটামুটি হচ্ছে কিন্তু তারপরও ওই সেই মানসম্মত প্লেয়ার বের হতে পারছে না। বাংলাদেশের ফুটবলে লীগে বিদেশি পেয়ারা খেলে বিশেষ বেশিরভাগই তারা নাইজেরিয়া তারপর আফ্রিকান কান্ট্রি থেকে আসে সেই সব প্লেয়ারদের মান আসলে খুব একটা ভালো না তার ইউরোপের যে খেলা গুলো হয় সেই খেলার সাথে এটা আসলে কোন ভাবেই যায় না।
Oshadharon lekhuni, Bangladesh football er jonno eti ekti asholei gruttopurno podokkhep