শুরু হয়ে গিয়েছে টি টোয়েন্টি প্রিমিয়ার লিগের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের এর ১৭ তম আসর আইপিএল ২০২৪। ২০০৮ সাল থেকে শুরু হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের প্রথম আসর। আর এখন পর্যন্ত আইপিএলের মোট ১৬ টি আসর সম্পূর্ণ হয়েছে। এইবার ২০২৪ সাল আইপিএলের ১৭ তম আসর। আইপিএল ২০২৪ সালের ১৭ তম আসরের তৃতীয় ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৪ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টানটান উত্তেজনার এই ম্যাচে শুরুতে কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং করে ২০৯ রানের টার্গেট দেয় সানরাইজার্স হায়দ্রাবাদকে।
২০৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে মাত্র ৫ রানের জন্য জয় ছিনিয়ে নিতে পারেনি প্যাট কামিন্স এর দল সানরাইজার্স হায়দ্রাবাদ।শুরুতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। কলকাতা নাইট রাইডার্সকে শুরুতে ব্যাটিং করতে দিয়ে বোলিং দিয়ে সংক্ষিপ্ত রানে আটকিয়ে হায়দ্রাবাদের ব্যাটিং সহজ করতে চেয়েছিল অধিনায়ক প্যাট কামিন্স। কিন্তু সেটা হয়ে ওঠে না, কলকাতাকে শুরুতে ব্যাটিং করতে দিয়েই বিপদে পরে হায়দ্রাবাদ।
কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে মূল একাদশে খেলেছেন ফিলিপ সল্ট,ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, নীতিশ রানা, রিংকু সিং, রমনদীপ সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, মিচেল স্টার্ক, হর্ষিত রানা,বরুণ চক্রবর্তী। আর সানরাইজার্স হায়দ্রাবাদ দলের হয়ে মূল একাদশে খেলেছেন মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম,হেনরিক ক্লাসেন,আব্দুল সামাদ,শাহবাজ আহমেদ,মার্কো জ্যানসেন,প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার,মায়াঙ্ক মার্কন্ডে,অভিষেক শর্মা।
ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। শুরুতে একেরপর এক উইকেট পড়ায় ব্যাটিং বিপর্যয়ে পরে তারা। দলীয় ২৩ রানে প্রথম উইকেটের পতন ঘটে কলকাতার। চার বলে দুই রান করে রানআউট হয়ে মাঠ ছাড়তে হয় সুনীল নারিনকে। এরপর দলীয় ৩২ রানের সময় পরপর দুই উইকেটের পতন। এরপর আবার দলীয় ৫১ রানের সময় ৪ নম্বর উইকেটের পতন ঘটে। ফিলিপ সল্ট ও রমনদীপ সিং মিলে ২৯ বলে ৫৪ রানের পার্টনারশিপ গড়ে। ৪০ বলে ৫৪ করে আউট হন ফিলিপ সল্ট। আর ১৭ বলে ৩৫ রান করেন রমনদীপ সিং। এরপর আন্দ্রে রাসেল ও রিংকু সিং মিলে ঝড়ো ব্যাটিংয়ে ৩৩ বলে ৮১ রানের পার্টনারশিপ করেন। ২৫ বলে ৬৪ রান করেন আন্দ্রে রাসেল, আর ১৫ বলে ২৩ রান করেন রিংকু সিং। আর নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান করে কলকাতা নাইট রাইডার্স।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে ভালো পারফর্ম করে হায়দরাবাদ। ৫ওভার ৩ বলে দলীয় ৬০ রানে প্রথম উইকেটের পতন ঘটে । ২১ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মায়াঙ্ক আগরওয়াল। আর ১৯ বলে ৩২ রান করে আউট হন আর এক ওপেনার অভিষেক শর্মা। এরপর দলীয় ১০৭ রানের সময় আউট হন এইডেন মার্করাম, ১৩ বলে ১৮ রান করেন তিনি। ২৯ বলে ৬৩ রানের ঝড়ো ব্যাটিং করে আউট হন হেনরিক ক্লাসেন। ১৯ ওভার শেষে হাদ্রবাদের দলীয় রানের সংগ্রহ দাড়ায় ৫ উইকেটে ১৯৬ রান। লাস্ট ওভারে দরকার ছিলো ১২ রান। সবশেষে জয়ের খুব নিকটে যেও জয় হলো না প্যাট কামিন্সদের। ৭ উইকেট হারিয়ে টার্গেট রানে পৌঁছানোর আগেই নির্ধারিত ওভার শেষ হয়ে যায়। সবশেষে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৪ রানে পরাজিত হতে হয় কলকাতা নাইট রাইডার্সের কাছে।
Congratulations @imam-hasan! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)
Your next target is to reach 5000 upvotes.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
Check out our last posts: