টানা পাঁচ ম্যাচ হারের পর জয়ের দেখা পেল ইংল্যান্ড। 🏏

in #sportslast year

এবার চলতি ভারত বিশ্বকাপে (ওডিআই ক্রিকেট বিশ্বকাপ) নাজেহাল অবস্থায় গতবারের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। বিশ্বকাপের শুরুটা হার দিয়ে শুরু হয় তাদের। এরপরের ম্যাচ বাংলাদেশের সাথে জিতলেও পরে টানা পাঁচ ম্যাচ আর জয়ের মুখ দেখেনি ইংল্যান্ডরা। সাত ম্যাচের মধ্যে ছয় ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পরে স্বাগতিকরা। টানা পাঁচ ম্যাচ হেরে অবশেষে জয়ের দেখা পেল গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গতকালকে ভারতের পুনের মহারাষ্ট্র স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও নেদারল্যান্ড। এই ম্যাচের আগে ইংল্যান্ডের সাত ম্যাচে একটাতে জয় নিয়ে পয়েন্ট ছিলো দুই আর নেদারল্যান্ডের সাত ম্যাচে দুইটাতে জিতে তাদের পয়েন্ট ছিলো চার।

FB_IMG_1699550745219.jpg
England Cricket

বিশ্বকাপ থেকে ছিটকে পড়লে এখন রয়েছে চ্যাম্পিয়ন ট্রফি খেলার সুযোগ। চ্যাম্পিয়ন ট্রফি তারাই খেলতে পারবে যারা পয়েন্ট টেবিলের শীর্ষ আট দলের মধ্যে থাকবে। আর এইদিকে নেদারল্যান্ডের অবস্থান ছিল নয় নম্বরে আর ইংল্যান্ডের অবস্থান ছিল দশ নম্বরে। তাই চ্যাম্পিয়ন ট্রফি খেলায় লক্ষ্যে দুই দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ একটি ম্যাচ। টানা পাঁচ ম্যাচ হেরে নেদারল্যান্ড এর বিপক্ষে ১৬০ রানের জয় পেলো স্বাগতিক দল ইংল্যান্ড। প্রতিপক্ষ নেদারল্যান্ড ১৭৯ রানেই সব উইকেট হারিয়ে ফেলে। প্রতিপক্ষ নেদারল্যান্ড কে হারিয়ে ইংল্যান্ডের অবস্থান এখন সপ্তম। চ্যাম্পিয়ন ট্রফি খেলার সুযোগ টা বাঁচিয়ে রাখলো তারা। ২০১৯ সালের বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের ২০২৩ সালের বিশ্বকাপে এমন অবস্থা সত্যি হতাশা জনক।

আর এই ম্যাচে ইংল্যান্ড দলের মূল একাদশে যারা যারা খেলেছেন তারা হলো : জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন, আদিল রশিদ।

আর নেদারল্যান্ড দলের মূল একাদশে যারা যারা খেলেছেন তারা হলো: ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), বাস ডি লিড, তেজা নিদামানুর, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডের মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকেরেন।

গতকালকের ম্যাচে শুরুতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শুরুতে ৭ ওভারে ৪৮ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ১৭ বলে ১৫ রান করে আউট হন জনি বেয়ারস্টো। ৭৪ বলে ৮৭ রান করেন আর এক ওপেনার দাউদ মালান। ৮৪ বলে ১০৮ রানে দুর্দান্ত একটা ইনিংস খেলেন বেন স্টোকস। ৪৫ বলে ৫১ রান করেন ক্রিস ওকস। আর বলার মত বাকিদের কোনো রান না থেকেও নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৩৯ রান করে ইংলিশরা। নেদারল্যান্ড এর বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট পান বাস ডি লিড। ১০ ওভারে ৭৪ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন তিনি। আরিয়ান দত্ত ও লোগান ভ্যান বেক দুইজনই ১০ ওভার বল করে দুই দুই উইকেট তুলে নেন।

FB_IMG_1699550935625.jpg
ICC Cricket World Cup

জবাবে ৩৪০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মঈন অল ও আদিল রশিদ দের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপের মধ্যে পড়ে নেদারল্যান্ড। শুরুতেই ৬ ওভারের মধ্যে ১৩ রানেই দুই উইকেট হারায় স্কট এডওয়ার্ডসরা। ওয়েসলি বেরেসি এর ৬২ বলে ৩৭ রান , সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট এর ৪৯ বলে ৩৩ রান , স্কট এডওয়ার্ডস এর ৪২ বলে ৩৮ রান ও তেজা নিদামানুরু এর ৩৪ বলে ৪১ রান ছাড়া বোলার মত আর কেউই ব্যাট হাতে কোনো সুবিধা করতে পারে নি। ৩৭ ওভার ২ বলে ১০ উইকেট হারিয়ে ১৭৯ রানেই শেষ হয় নেদারল্যান্ডের ইনিংস। আর ইংল্যান্ডের বিপক্ষে ১৬০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় স্কট এডওয়ার্ডস এর দল।