T-20 বিশ্বকাপের শেষ সময়ের প্রস্তুতি 🏏🏏

in #sports8 months ago

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। আর মাত্র দুদিন পরেই স্বাগতিক ইউনাইটেড স্টেট অফ আমেরিকার মুখোমুখি হবে কানাডার বিপক্ষে। তারপর থেকে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো। বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চটুকু দিতে দলগুলো তাই মাঠে নামছে প্রস্তুতি ম্যাচগুলোতে। তারই ধারাবাহিকতায় গতকাল মাঠে নেমেছিল বেশ কয়েকটি দল!

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ১২ তম প্রস্তুতি ম্যাচে গতকাল মাঠে নেমেছিল দুই ফেভারিট দল অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বমানের তারকাদের নিয়ে বিশ্বকাপের একাদশ সাজানো এই প্রস্তুতি ম্যাচে দারুণ লড়াইয়ের সাক্ষী হয়েছে ভক্ত সমর্থকরা। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত পাওয়ার হিটিংয়ের এই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৫০+ রানের এই ম্যাচে ৩৫ রানের ব্যবধানে জয় পেয়েছে ক্যারিবিয়ানরা!

দু'দলের মধ্যকার প্রস্তুতির এই ম্যাচে শুরুতে ট্রসে যেতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া দল। মূলত ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে আটকে দেওয়াই ছিল অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য। কিন্তু দলটি তাদের পরিকল্পনাকে কাজে লাগাতে ব্যর্থ হয়। ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার ব্যাটসম্যান জনসন চার্লস, নিকোলাস পুরান, রাদারফোর্ড এবং রোভমান পাওয়ালের অসাধারণ ব্যাটিং পারফরমেন্সে চার উইকেট হারিয়ে ২৫৭ রানের বিশাল সংগ্রহ পায় অস্ট্রেলিয়া দল।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া পাহাড়সমরানের টার্গেটে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া ভালো ব্যাটিং করলেও তা যথেষ্ট ছিলোনা দলের জয়ের জন্য। অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করতে ব্যর্থ হলেও মিডেল অর্ডার এবং লো মিডেল অর্ডার ব্যাটসম্যানদের কল্যানে ২২২ রান করতে সক্ষম হয় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলে জস ইংলিশ। ফলে বিশ্বকাপের আগে ৩৫ রানের জয় দিয়ে নিজেদের আত্মবিশ্বাসটা বারিয়ে নেয় ক্যারিবিয়ানরা।

অপরদিকে বিশ্বকাপকে সামনে রেখে চার ম্যাচের টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং ইংল্যান্ড দল। যেখানে ২-০ ব্যবধানে জয় নিয়ে সিরিজ নিশ্চিত করেছে ইংলিশরা। বিশ্বকাপ প্রস্তুতির লক্ষ্যে আয়োজিত এই সিরিজের চারটি ম্যাচের দুইটিই মাঠে গড়াইনি বৃষ্টি বাধায়। কিন্তু বাকি দুই ম্যাচে আধিপত্য বিস্তার করে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গতকাল চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড এবং পাকিস্তান। যেখানে পাকিস্তানের দেওয়া ১৫৮ রানকে খুব সহজেই টপকে সিরিজ জয় নিশ্চিত করে ইংল্যান্ড দল।

বিশ্বকাপের শেষ সময় প্রস্তুতি হিসেবে আজ মাঠে নামবে আফগানিস্তান বনাম স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড বনাম শ্রীলঙ্কা। আফগানিস্তান এবং স্কটল্যান্ডের বিপক্ষে নিঃসন্দেহে এগিয়ে থাকবে আফগানিস্তান দল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার নজরে থাকবে আফগানিস্তান। দলটিতে রয়েছে কয়েকজন বিশ্বমানের তারকা। অপরদিকে আয়ারল্যান্ড বনাম শ্রীলঙ্কার ম্যাচে কিছুটা হলেও এগিয়ে থাকবে শ্রীলঙ্কা।


image.png
UNSPLASH