কেমন হলো বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড,?

in #sports8 months ago

দ্বিতীয় জুন শুরু হতে চলছে ক্রিকেট বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার ঘরের মাটিতে অনুষ্ঠিত এবারে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ২০ টি দেশ। ইতিমধ্যে নির্ধারিত হয়েছে অংশগ্রহণকারী দলগুলোর নাম। যেখানে আটটি দল সরাসরি জায়াগা করে নিয়েছে বিশ্বকাপের মূল পর্বে। বাকি দলগুলোকে কোয়ালিফাই রাউন্ড পার করে উত্তীর্ণ হতে হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে লড়াইয়ে!

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ইতিমধ্যেই বেশিরভাগ দল ঘোষণা করেছে তাদের বিশ্বকাপের স্কোয়াড। যার মধ্যে ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ অন্যতম। তবে অনেকটা চমক দিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর ১৫ সদস্য স্কোয়াড প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের ঘোষিত ১৫ সদস্য স্কোয়াডে ওপেনার হিসেবে জায়গা পেয়েছে লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম। সাথে পিওর ব্যাটসম্যান হিসেবে দলে জায়গা পেয়েছে নাজমুল হাসান শান্ত, তৌহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার। সাকিব আল হাসান, শেখ মেহেদী এবং রিশাদ হোসেন দলে যায়গা পেয়েছে অলরাউন্ডার ক্যাটাগরিতে। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে পেস বোলিংয়ে দেখা যাবে তাসকিন আহমেদ, তানজিদ হাসান সাকিব, শরিফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমানকে। দলের উইকেট রক্ষক ব্যাটসম্যানের দায়িত্বটা পালন করবে জাকের আলি অনিক।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্বটা থাকছে নাজমুল হাসান শান্তর কাধে। সর্বশেষ কয়েকটি সিরিজে ক্যাপ্টেন হিসেবে ভালো পারফরমেন্স করা নাজমুল হাসান শান্তর উপরেই ভরসা রাখছে বিসিবি। তবে চমক হিসেবে সহ অধিনায়কের দায়িত্বটা অর্পণ করা হয়েছে পেসার তাসকিন আহমেদের কাধে। তবে হাজারো চেষ্টার পরও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোঃ সাইফুদ্দিন। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে মোহাম্মদ সাইফুদ্দিনের পারফরমেন্সে সন্তুষ্ট হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকরা !

বিশ্বকাপের মত টুর্নামেন্টে কতটা পরিপক্ক বাংলাদেশের এই টি-টোয়েন্টি স্কোয়াড? টি-টোয়েন্টি রাঙ্কিংয়ে নবম অবস্থানে থাকা বাংলাদেশ দলের অন্যতম দুর্বলতার জায়গা টি-টোয়েন্টি ফরম্যাট। ওয়ান ডে ফরম্যাটে বাংলাদেশের পারফরম্যান্স তুলনামূলক ভালো হলেও টি-টোয়েন্টিতে দলটির পারফরম্যান্স বরাবরই হতাশাজনক। দেশের মাটি ছাড়া এওয়ে ম্যাচে দলটির সাফল্য একেবারেই সামান্য। টি-টোয়েন্টিতে দলটির এমন পারফরম্যান্সের মূল কারন আধুনিক ক্রিকেটে হার্ড হিটিং ব্যাটিংয়ে দূর্বলতা!

এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল অনেকটাই নির্ভর করছে সাকিব, লিটন, মোস্তাফিজ এবং তাসকিনের পারফরম্যান্সের উপর। পাশাপাশি তরুনদের ভালো পারফরম্যান্স হতে পারে দলের ট্রাম্পকার্ড। দলে অভিজ্ঞ খেলোয়ার মাহমুদউল্লাহ রিয়াদের অন্তরভুক্তি দলের ভারসাম্য অনেকটাই বাড়িয়েই। তবে দিনশেষে মাঠের পারফরম্যান্সই নির্ভর করছে বাংলাদেশ দলের ভাগ্য। বাংলাদেশ দল বিশ্ব ক্রিকেটে ভালো পারফরম্যান্স করবে এমনটাই কাম্য এদেশের ক্রিকেটপ্রেমিদের!

1000019159.jpg
BANGLADESH CRICKET: THE TIGERS