রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ || চ্যাম্পিয়ন্স লিগের লড়াই!

in #sports9 months ago

চ্যাম্পিয়ন লিগের হাইভোল্টেজ ম্যাচে গতকাল মাঠে নেমেছিল দুই শিরোপা প্রত্যাশী দল রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে অসাধারণ লড়াইয়ের সাক্ষী হয়েছে ফুটবল প্রেমীরা। বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে শেষ পর্যন্ত কোন দল জয় না পেলেও ম্যাচটি উত্তাপ ছরিয়েছে পুরো বিশ্বে। ভিনিসিয়াস জুনিয়য়ের অসাধারণ পারফরম্যান্সের পাশাপাশি অভিজ্ঞ প্লেয়ার হেরি কেইনের অনবদ্য পারফরমেন্সে ২-২ গোলে শেষ হয়েছে আলেজ আরেনার লড়াই!

এবারের চ্যাম্পিয়নস লিগ সিজনে রিয়াল মাদ্রিদের পারফরম্যান্স প্রশংসা করার মতোই। চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে সর্বকালের সেরা দলটি তাদের পারফরম্যান্স ধরে রেখেছে ২০২৩/২৪ মৌসুমেও। গ্রুপ পর্বের লড়াইয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে রাউন্ড অফ সিক্সটিনে কোয়ালিফাই করেছিল কার্লো আনচেলোত্তির রিয়াল মাদ্রিদ। সাউন্ড অফ সিক্সটিনে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হয়েছিল জার্মান ক্লাব লেইপজিগের বিপক্ষে। যেখানে রিয়াল দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছিল।

এবারের চ্যাম্পিয়ন লীগে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় পরীক্ষাটা দিতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। সর্বশেষ মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করা ম্যানচেস্টার সিটির বিপক্ষে জয় পাওয়াটা মোটেও সহজ ছিলোনা রিয়ালের জন্য। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা ম্যানচেস্টার সিটিকে হারিয়ে রিয়াল মাদ্রিদ আবারো প্রমাণ করেছে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই রিয়াল সব সময়ই ফেভারিট!

অপরদিকে ২০১৯/২০ মৌসুমের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ নেই তাদের সেরা ফর্মে। দীর্ঘদিন পর জার্মান লীগে বায়ার লেভারকুসেনের কাছে শিরোপা হাতছাড়া করেছে দলটি। তবে ঘরোয়া লিকে আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হলেও চ্যাম্পিয়ন্স লিগে তোর কি পারফরমেন্স ছিলো অসাধারণ। কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার মত দলকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দলটি। তাই রিয়াল বনাম বায়ার্নের মধ্যাকার সেমিফাইনালের লড়াইয়ে ভালো প্রতিযোগিতার আশা করছিলো ভক্ত সমর্থকেরা!

বায়ার্ন মিউনিক এবং রিয়াল মাদ্রিদের মধ্যাকার সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হয় বায়ার্নের ঘরের মাঠে আলেজ আরেনায়। নিজেদের ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে কিছুটা হলো এগিয়ে ছিলো স্বাগতিকরা। দু'দলই তাদের শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামে। যথা সময় শুরু হয় ম্যাচের লড়াই। দু'দুলই একের পর এক আক্রমন নিয়ে এগিয়ে যায় প্রতিপক্ষের গোলবারের দিকে। সেই সুবাদে ম্যাচে রিয়ালের হয়ে প্রথম গোলটি করে দলটির ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।

নিজেদের ঘরের মাঠে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিক বায়ার্ন মিউনিখ। দলটি প্রথমার্ধে কাঙ্খিত গুলের দেখা না পেলেও বিরতি থেকে ফিরেই ম্যাচের ৫৩ তম মিনিটে লিওরো সানের গোলে সমতায় ফিরে। তার চার মিনিট পরেই পেনাল্টি থেকে গোল করে বায়ার্ন মিউনিখকে এগিয়ে নিয়ে যায় ইংল্যান্ড তারকা হেরি কেইন। ম্যাচে এগিয়ে যাওয়ার পর যাওয়ার স্বপ্ন দেখতে থাকা বায়ার্ন মিউনিখকে অনেকটা চমকে দিয়েই ম্যাচের ৮৩ তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফিরায় ভিনিসিয়াস জুনিয়র। ফলে ২-২ গোলের ড্র নিয়ে শেষ হয় চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টের ম্যাচটি। সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়ালের ঘরের মাটিতে আবারো মুখোমুখি হবে দু'দল।

1000018777.jpg
Real Madrid