বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ৮ উইকেটের জয়!

in #sports8 months ago

দুর্দান্ত এক ম্যাচের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যাকর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের লড়াই। সিরিজের প্রথম চার ম্যাচের চারটিতেই জয়লাভ করে আগেই সিরিজ নিশ্চিত করেছিল স্বাগতিক বাংলাদেশ দল। তাই পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সামনে সুযোগ ছিল জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে ৫-০ ব্যবধানে সিরিজ জয় করার। কিন্তু স্বাগতিকরা ব্যর্থ হয় শেষ ম্যাচে জয় তুলে নিতে। বাংলাদেশকে ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে জয় দিয়ে সিরিজ ইতি টানে সফরকারী জিম্বাবুয়ে দল!

বাংলাদেশ এবং জিম্বাবুয়ের মধ্যকার সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হয় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচের শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারী জিম্বাবুয়ে দল। এই ম্যাচে বাংলাদেশের দলে যুক্ত হয় দুই অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাইফউদ্দিন আহমেদ। দলের ব্যাটিং শক্তিমত্তা বাড়াতেই দুইজন অলরাউন্ডারকে দলে নেওয়ার কথা জনায় ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত।

ম্যাচের শুরুতে জিম্বাবুয়ের আমন্ত্রণে ব্যাটিংয়ে আসে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। আগের ম্যাচেই এই দুই ওপেনার দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেও এই ম্যাচে পুরোপুরিভাবে ব্যর্থ হয়। সর্বশেষ ম্যাচে ৫০ পূর্ণ করা তানজিদ তামিম এই ম্যাচে আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরে মাত্র দুই রান করেই। তার পাশাপাশি সৌম্য সরকার এবং তৌহিদ হ্রদয়ও রানের খাতা দুই অংকের ঘরের নিতে ব্যর্থ হয়। ফলে ১৫ রানে তিন উইকেট হারিয়ে চাপে পরে যায় প্রাকৃতিক বাংলাদেশ দল।

দলকে সেই চাপ থেকে ভালো অবস্থানে নিয়ে যায় ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত এবং অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। দু'জনে মিলে গড়ে ৬৯ রানের কামব্যাক পার্টনারশিপ। ফলে ম্যাচে মোমেন্টাম ফিরে পায় বাংলাদেশ দল। তবে ক্যাপ্টেন শান্ত ৩৬ রান করে বিদায় নিলোও ব্যক্তিগত অতশত পূর্ণ করে মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশের ইনিংসের শেষদিকে সাকিব আল হাসান এবং জাকের আলির ভালো ফিনিশিংয়ে ১৫৭ রানে থামে বাংলাদেশের ইনিংস।

স্বাগতিকদের দেওয়া ১৫৮ জবাবে ব্যাটিং করতে নেমে শুরুটা অসাধারণ করে জিম্বাবুয়ে দল। বল হাতে ভালো পারফরম্যান্স করা ব্রায়ান বেননেট ব্যাট হাতেও জ্বলে উঠে। ক্যাপ্টেন সিকান্দার রাজাকে সঙ্গে নিয়ে ম্যাচ উইনিং পার্টনারশিপ গড়ে এই প্লেয়ার। দলকে জয়ের একেবারে দ্বারপ্রান্তে পৌছে দিয়ে ৪৯ বলে ৭০ রান করে আউট হয় ব্রায়ান। দলের হয়ে ফিনিশিংয়ের কাজটা সামাল দেয় ক্যাপ্টেন সিকান্দার রাজা। ফলে সিরিযের সর্বশেষ ম্যাচে প্রথমে দেখা হয় জিম্বাবুয়ে দল।

এর আগে প্রথম চারটি টি-টোয়েন্টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ফলে স্বাগতিকরা সিরিজ নিশ্চিত করেছিলো আগেভাগেই। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়োজিত এই সিরিজ থেকে কতটা লাভবান হয়েছে দলটি? দলের ওপেনার লিটন কুমার দাসেন অফফর্ম এখন সবচাইতে বড় দুশ্চিন্তার কারণ। পাশাপাশি দলের বেশিরভাগ খেলোয়াড়ই ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের সেরাটা দিতে!


image.png
Zimbabwe Cricket

Sort:  

Congratulations @fa-him! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)

You received more than 35000 upvotes.
Your next target is to reach 40000 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Check out our last posts:

LEO Power Up Day - May 15, 2024