আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের জন্য একটা ভিন্ন রকম ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছে আপনাদের মাঝে প্রতিদিনের মতন| আজকে ব্লকটি ভিন্ন রকম বলেছি কারণ হচ্ছে আমার একটা রেস্টুরেন্টে দাওয়াত ছিল| আমি যে রেস্টুরেন্টে গিয়েছিলাম এই রেস্টুরেন্টের ভাইয়াটা হচ্ছে আমাদের পরিচিত ছিল| বড় ভাই হিসাবে জানি উনি যে নতুন রেস্টুরেন্ট দিয়েছে এবং রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট এত বেশি পছন্দ হয়েছে আমার আমি রেস্টুরেন্টে দাওয়াতে না গেলে বুঝতেই পারতাম না এত সুন্দর করেও রেস্টুরেন্ট দেওয়া যায়| আমি আমার ব্লগে দিয়েছি এত সুন্দর করে সে রেস্টুরেন্ট তাকে সাজিয়েছে আর ভাইয়ার হচ্ছে পছন্দ ছিল হচ্ছে জেমসকে মানে আমরা যাকে গুরু হিসেবে জানি গানের জগতের গুরু| প্রত্যেকটা দেয়ালে তার ছবি ছিল এবং তার কিছু ফেমাস গান ছিল যেগুলা মানুষের মুখে এখনো পর্যন্ত গুনগুন করে গাইতে শোনা যায়| ভাইয়ার রেস্টুরেন্টে পাওয়া যায় সব কাবাব আইটেম| সাথে চা কফি ও পাওয়া যায়| এবং রেস্টুরেন্টে নিমন্তন্ন তে ভাইয়ার রিকোয়েস্টে আমি খেয়েছিলাম চিকেন হারিয়ালি কাবাব সাথে ছিল গরম গরম লুচি| আমি লাইফের ফার্স্ট খেয়েছি চিকেন হারিয়ালি কাবাব| আমি আগে অন্য কাবাবগুলো ট্রাই করেছি সেগুলোও ভাল ছিল ভাইয়ার রেস্টুরেন্টের বাট চিকেন হারিয়ালি কাবাবটা আমার কাছে স্পেশালি অনেক বেশি মজা লেগেছে| আর আমি আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করেছি আমি আমার ভালো লাগা থেকে ব্লক তৈরী করি এবং সেগুলো আপনাদের মাঝে শেয়ার করে আমি আশা করব আজকের ব্লক টি আপনাদের কাছে ভালো লাগবে|
বন্ধুরা, আমি আশা করব আজকের ব্লগটি আপনারা দেখেছেন আপনাদের কাছে ভালো লেগেছে |ভালো লেগে থাকলে অবশ্যই আপনার মতামতি আমার কমেন্ট বক্সে আমাকে জানাইতে পারেন| আমার ভুল ত্রুটি গুলো ক্ষমাদৃষ্টিতে দেখবেন| এবং আপনাদের কাছে রেস্টুরেন্টটা কেমন লেগেছে দেখতে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না |ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন |আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য|