ফুচকা চ্যালেঞ্জ জিততে পারলে প্রাইস হিসেবে থাকছে হাজার, হাজার টাকা |

in #sharelast year

image.png

আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন এক যুগ পরে আপনাদের জন্য আরেকটা ব্লক নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি আপনাদের মাঝে| আমার আজকের ব্লগটি হচ্ছে খুব ইন্টারেস্টিং আমি আমার গ্রামের বাসায় গিয়েছিলাম বেড়াতে| সেখানে আমরা ভাই-বোনেরা মিলে ফুচকা চ্যালেঞ্জ গেমটি খেলেছিলাম| আমাদের চ্যালেঞ্জটাতে ছিল আনলিমিটেড ফুচকা| ফুচকা গুলাকে নিজের হাতে বানিয়ে খেতে হবে সময় নির্ধারণ করা ছিল এক মিনিট| এক মিনিটের মধ্যে যে ফুচকা গুলা খাইতে পারবে তাকে এক হাজার টাকা পুরস্কৃত করা হবে| আমরা সবাই খুব এনজয় করেছি| আমি আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে আপনার মতামত জানাতে পারেন আপনার কাছে কেমন লেগেছে আমার আজকের ব্লগটি|

বন্ধুরা আমি আশা করব আপনাদের কাছে আজকের আমার ব্লগটি ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন আপনি আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য এরকম আরো নিত্য নতুন মজার কনটেন্ট নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে প্রতিদিনের মতো| আজ আসে আবার দেখা হবে অন্য কোন কন্টেন্টের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন| আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন|