বুদ্ধিমান চোরের দেশ

in #shaonashraf4 months ago

মেধা আল্লাহ প্রদত্ত।কেউ চাইলেই মেধাবী হতে পারে না।আল্লাহ প্রদত্ত এই ক্ষমতাটা আমরা কিভাবে ব্যবহার করবো এটা প্রত্যেকের নিজস্ব একটা এখতিয়ার।আল্লাহ আমাদের যেমন মেধা শক্তি দিয়েছেন তেমনি দিয়েছেন বিবেক।বিবেক আমাদের ভালো মন্দ যাচাই করতে সাহায্য করে। বিবেক আমাদের ভালো মন্দের মধ্যে পার্থক্য করতে সাহায্য করে।আমরা অনেকেই বলি আল্লাহর ইশারা ছাড়া গাছের পাতাও নড়ে না। তাহলে আমি যে ভুল কাজ করেছি তা আল্লাহর ইশারায় করেছি।তাহলে আমার দোষ কোথায়?

আসলে ব্যপারটা এমন না।আমরা কিন্তু এটাও জানি দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র।দুনিয়াকে আখিরাতের পরীক্ষাগারও বলা হয়।আর পরীক্ষা তো এমনই হয়।তুমি পাশ করতে চাইলে সঠিক উত্তর তো তোমাকেই করতে হবে।

যাইহোক আমি দুনিয়া আখিরাত কিংবা ভালো মন্দের তর্ক বির্তক করতে আসিনি।আজকে ছোডোর মানে ছোটআপার সাথে ফোনে কথা বলার সময় ও মাছ কাটতেছিলো।ও যতক্ষণ মাছ কাটতেছিলো পুরোটা সময় আমার সাথে কথা বলতেছিলো।

হঠাৎ সে বলতেছিলো "জানস রুবো মানুষ খুব বাটপার।" আমি ওর কথা শুনে হাহা করে হেসে উঠলাম।ও বলতেই থাকলো "তুই হাসিস , দেখ এককেজি পোয়া মাছ আনছি পাঁচশ টাকা দিয়ে এটার ভিতর তিনশ গ্রামেরও বেশি দেড়শ টাকা দামের পোনা মাছ ঢুকিয়ে দিছে।সাড়ে তিনশ টাকা দিয়ে ছেলা মাছ আনছি হাফ কেজি এতে দুইশ গ্রাম হবে সাদা চান্দা।সাদা চান্দা দুইশো টাকা কেজি।"

একটানা বলা ওর কথা শুনে আমি চুপ করে ভাবতেছিলাম। আসলে তো ও যা বলছে সেটা তো সত্য কথা।ছোট বেলায় শুনতাম মরিচে নাকি ইটের গুড়ো মিশেয়ে দেওয়া হয়।চালে-ডালে পাথর মিশানো, কালোজিরায় মাটি মিশানো এগুলো তো নতুন কোন বিষয় না আমাদের কাছে। বিশেষ করে যারা শহরে থাকেন তারা পাথর, মাটির যন্ত্রণায় অতিষ্ঠ। কারণ ওনারাইতো কিনে খান।গ্রামের মানুষ হয় নিজে চাষ করে নয়তো পাশের বাড়ির চাষ করা ফসল কিনেন।তাই ওদের ব্যবসায়ীদের খপ্পরে পড়তে হয় না।শুধু কি তাই আমরা রডের বদলে বাঁশ,পীচের বদলে জামা,নৌকা দিয়ে সমুদ্র যাত্রা, বোরকা পড়ে বর্ডার ক্রস,জঙ্গল দিয়ে বর্ডার ক্রস আরো কত কিনা জানি।ফাঁকিবাজিতে বাঙালি ওস্তাদ।

আমার মাঝে মাঝে আমাদের দেশটাকে বুদ্ধিমান চোরের দেশ মনে হয়। কেনো বললাম বুদ্ধিমান চোরের দেশ।মালয়েশিয়া এমন একটা রাষ্ট্র যেখানে বিশ্বের সবদেশের মানুষ বাস করে বলা যায় । এখানে দীর্ঘ দিন থাকা, ব্যবসা করা সব মিলিয়ে বহু মানুষের সাথে পরিচয়, উঠা বসা।মানুষের সাথে মিশে দেখলাম সবাই খুব সরল ভাবে চিন্তা করে।তার চেয়েও বড় কথা আমাদের দেশের মানুষ যেমন আত্মসম্মান বলে সস্তা ইগু জাহির করে বেড়ায়। এটা বিশ্বের অন্য দেশের মানুষ বহন করে না।

মালয়েশিয়ায় আপনি যদি আপনার বসকে বলেন "সাইয়া ব্লান্ঝার ইউ " মানে আমি আপনাকে ট্রিট দেবো। হাসি মুখে আলহামদুলিল্লাহ বলে খেয়ে আপনাকে দোয়া করে দিবে।এমন না, হ্যাঁ আমি তোমার বস তুমি আমাকে ট্রিট দেবে সাহস কতো।ওদের কেউ হাসি মুখে এক টাকাও দিলে, ওরা সেটা হাসি মুখে গ্রহণ করে নেয়।সামনে ভাব ধরে পিছনে পুকুর চুরি করে না।বলবো না এদেশে খারাপ মানুষ নাই কিন্তু আমাদের দেশের মতো সাধু বেশ ধরে বুদ্ধি কাটিয়ে চুরি করে না।মালয়েশিয়ার এই দীর্ঘ সময়ে ভাত খেতে গিয়ে কখনো পাথর কামড়ে পড়েনি।কিংবা রাস্তা দিয়ে চলতে গিয়ে দেখিনি পিচ কয়লার মতো ঝুর ঝুর করে উঠে যাচ্ছে।

বাংলাদেশই একমাত্র দেশ হবে যেখানে মানুষ মেধা কাটিয়ে এতো অসাধারণ ভাবে চুরি করে।

Screenshot_2024_0922_001423.png

Sort:  


Congratulations @shaonashraf!
You raised your level and are now a Minnow!