তোমার দিবারাত্র সংসারের চাপে ভারাক্রান্ত । তোমরা কিভাবে ভগবৎ কৃপা পেতে পার , এটা জানাই শ্রেষ্ঠ জানা। এই সবইত চাই। বিষয়ত দুই দিনের। উহা স্থায়ী নয়। এ বিষয়ে উপদেশ খুব ছোট কিন্তু ভাব খুব বৃহৎ। যে, যে ধর্ম পালন করবে, তাহাতে নিষ্ঠাবান হও। অন্য ধর্ম কে অবজ্ঞা করো না।
সংসারের প্রতিটি কাজ শ্রী ভগবানের সেবা বলে মনে করতে থাক। এটা সর্বদা অভ্যাস করলেই ধীরে ধীরে ব্যাপ্ত হয়ে যাবে। প্রথমে প্রতিটি কাজে শুধু মনে মনে বলবে- এটা তোমারই কাজ। এই রূপ বলতে বলতে দেখবে সকল ভয়, সকল সংশয় দূরে যাবে। আসবে এক অনির্বচনীয় - আনন্দ।
শ্রী ভগবান কোন বিশেষ পদার্থ নন; তিনিই বহুরূপে। এক একটি ব্যাষ্টি রুপে এই পৃথিবীতে, তিনিই আবার সমষ্টি রুপে কৈলাসে।তিনি ছাড়া তুমি নাই। তুমি ফুল , তোমার অন্তরের ফল তিনি। আবার ফুল রূপে ভোক্তা হয়ে ফলরূপী ভগবান কে ভোগ করছ তুমি। শ্রী ভগবান তোমার অনুতে পরমাণুতে আবদ্ধ । যা কিছু তা তারই পুজা। নিজেকে তাঁরই দাস, তাঁরই কর্মে নিযুক্ত, সর্বদা এই রূপ ভাববে। এই ভাবে সংসারে ইষ্টের সেবা করলে সত্তর ভগবৎ সাক্ষাৎ হয়।
ঋষিগণ ধ্যানের মধ্যে যে শ্রী ভগবানের রূপ মাধুরীর বর্ণনা দিয়েছেন, তোমরাও ঋষির নির্দিষ্ট পথে ভাব মূর্তির দর্শন পেলেই সব পাবে। পূর্ণকে পেতে হলে ভাবের পুজা চাই, তার সঙ্গে সঙ্গে সকল কর্ম তাঁরই কর্ম বলে করা চাই। তবেই পাবে দর্শন।। তবেই হবে ভব বন্ধন মোচন। মনের দ্বারা শ্রী ভগবানের স্বরূপ উপলব্ধিই প্রকৃত নির্মল ও পবিত্র সুখ । তোমরা মন প্রান পবিত্র করিয়া সচ্চিদানন্দ ভগবানের নাম রূপ চিন্তা কর। আর মুখে তাহার জয় উচ্চারণ কর। --- পরমদয়াল শ্রী শ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংস দেব
Sort: Trending
[-]
biblegateway (-5)(1) 7 years ago
$0.00
Reveal Comment