গোলাপের গ্রাম সাভারের বিরুলিয়া। গ্রামের পর গ্রাম গোলাপসহ বর্ণিল ফুলের যেন এখানে স্বর্গ রাজ্য। বছরে ফুলের উৎপাদন শত কোটির উপরে। কিন্তু করোনায় সব কিছু ওলোট পালোট করে দিয়েছে। চাহিদা ও দাম কমের কারণে কোটি কোটি টাকার ক্ষতি হলেও সরকারি কোনো সহায়তা ফুল চাষিদের ভাগ্যে জোটেনি। তারপরও সামনের তিন মাসের কয়েকটি উৎসব ঘিরে ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করছেন তারা।