নাম তার লাভ বার্ড। সত্যিই সবার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে এই পাখিটা।
অনেক যত্ন করে পোষেছিলাম ওকে। আমার একটু ভুলের কারনে প্রান দিতে হল ওকে।
যেদিন ও হারিয়ে গিয়েছিল অনেক খোজেছি ওকে। কোথাও পেলাম না।
আর যেদিন ওকে মৃত অবস্থায় দেখতে পেলাম মনে হচ্ছিল আমার হৃদপিন্ডটা ছিড়ে বের হয়ে যাচ্ছে।
তখনি অনুভব করতে পারলাম ওকে আমি কতখানি ভালবাসতাম আর কেনইবা ওর লাভ বার্ড।
Nice