বাংলাদেশ

in #priminister4 years ago (edited)

বাংলাদেশ আমার জন্মভূমি
দেশকে ভালোবাসি,
দেশের জন্য জীবন দিবো
পরবো মরন ফাঁসি।
এই দেশেতে জন্ম নিয়ে
ধন্য আমি আজ,
দেশের জন্য লড়েই যাবো
ভুলে হিংসা লাজ।
এই দেশেতে হায়নারা আজ
দিচ্ছে শুধুই হানা,
দেশকে নিয়ে খেলছে সবাই
যায় কি এটা মানা?
দেশটাতে আজ দুর্নীতি আর
ঘুষের মহা কারবার,
নিরবে শুধু দেখেই যাচ্ছি
করছে কি দেশ সরকার?
এ দেশেরই স্বাধীনতা নিয়ে
খেলছে কিছু লোক,
লুটে পুটে খাচ্ছে সব ই
ভাবছে বন্ধ সবার চোখ।
স্বাধীনতার কথা বলে সবাই
মাঠ কাপিয়ে বেড়ায়,
স্বাথে আঘাত লাগলে পরে
লেজ গুটিয়ে পালায়।
আজ দেশেতে স্বাস্থ্য খাতে
চলছে হরিলুট,
শাহেদ আর সাবরিনারা সব
খাচ্ছে টাকায় ডুব।
আমরা যারা সাধারন মানুষ
গনতন্ত্র বলে কাদছি,
গনতন্ত্রের ছিটেফোঁটা কি
আমরা আজ পাচ্ছি?
বলছি তোমায় ওহে প্রধানমন্ত্রী
গনতন্ত্রের মা,
আমরা আজ খুবই অসহায়
গরীব দুঃখী মানুষেরা।
দাওনা দৃষ্টি আমাদের দিকে
ওহে মোদের জননেত্রী।
তুমিই হলে দেশ কান্ডারী
জনগনের অভিযাত্রী।

(Image not shown due to low ratings)

(Image not shown due to low ratings)

Images were hidden due to low ratings.