#কবিতা।
###মাইকেল।
মহল্লার গলিতে আমি......
ফিরে আমি ষোল হেমন্তের হ্যাংলা,পাতলা মাইকেল!
বানরামি,জাউরামি আর রোমান্টিকে ভরপুর...
গলির বাদামী সুন্দর মেয়ে শনি,সোম আসে,দূর দিয়া যায়
তাও দেখি...তাকাইয়া থাকি...সুন্দর!
চোখ ঝাপসা হইয়া যায়...
আমি লম্বা,চুল বড়,শ্যামলা-দেখতে রোমান্টিক...
গলিতে পোলাপাইনের মধ্যে একটা দাপট আছে!
দামই দেয়না...
রাগ উইঠা যায়...
গেট দিয়া ঢুকবার আগে পিছে ফিইরা তাকাইয়া আমারে একবার হাজিরা দিয়া যায়...
হাঁসি দেয়না...
চোখ দিয়া মায়া ছুইড়া মারে!
সব ঠান্ডা হইয়া জিম লাইগা যায়
হা হইয়া বইসা পড়ি।
ডিউটি শেষ......!!
শাড়ি পাল্টাইয়া বাসায় ফিরি।
Hi @kafkajnr. What are you doing for a better world?
I am not responsible for doing anything.