এনে দিতে পারো আবার কমিকস বইয়ের দিন?
আঁচল মুড়ে আদর রাখা মায়ের সেফটিপিন!
স্কুল ছুটির বিকেল বেলা, গোল্লাছুটের দল,
গাল ফুলানো দুঃখরা সব, পুতুল বিয়ের ছল্!
মায়ের ঝুলির বকুনিরা, চুপিচুপি সাজ-বিকেলের ঘর?
নাটাই-ঘুড্ডির দিনগুলোর সেই দুরন্ত কৈশোর!
কৌতূহলের ছানাবড়া, স্বপ্ন ছিল দুচোখ জোড়া-
প্রতিজ্ঞারা কত শত, আকাশ ঘেরা তৃষ্ণা যত,
পৃথিবীটা বদলে দিবো ইচ্ছে হলে নিজের মতো।
ঢেকে গেছে ধুলোর ভাজে সেই দিন হারানোর খাম,
প্রাপ্তির এই বৃদ্ধা'কাশে আজ ক্লান্তি ভেজা ঘাম।
স্রোতের টানে চাইনাতো আর দিন বদলের খেলা
এনে দিবে আবার আমার ছোট্ট মেয়েবেলা?