my poem

in #poem7 years ago

যদি আর না চাও আমায়,তবে বলে দাও
আমি হারিয়ে যাই ঐ নীল আকাশে
মেঘেদের দেশে!!
যদি তুমি আমায় আর দেখতে না চাও
তবে বলে দাও আমায়
হাজার তারার মাঝে একটা তারা হয়ে যাই
তোমার অগচরে দূর থেকে দেখি তোমায়!!

কিন্তু কাছে থেকে অবহেলা কর না আমায়
আমি সব সইব কিন্তু তোমার অবহেলা নয়।।

#চড়ুই_পাখি