এইতো আছি বেশ
_salma75
“ কেমন আছি?? -এইতো, বেশ।
স্মৃতির কোলাহলে ভেজা চোখে দেখি নিত্যনতুন দুঃস্বপ্ন।
বাতাসে কান পেতে শুনি আবেগী দীর্ঘশ্বাসের ভারী শব্দ।
আকাশের পানে চেয়ে প্রতীক্ষিত আমি, ভেজা চোখ শুকাই তোমার অবহেলার কিরণে।
এইতো, বেশ ভালো আছি___
নিঃসঙ্গ চাঁদের মতো।
দম বন্ধ হওয়া রাতের অন্ধকারের মতো।
খসে পড়া নক্ষত্রের মতো।
বেশ আছি।
তুমি কি এরচেয়েও ভালো থাকতে বলবে??
Wow Nice Post