বলেছি-
আমিও বৃষ্টি হবো
সারাদিন তোমায় ছোঁবো
আষাঢ়ের মেঘে তাই ভাসি
বৃষ্টির নূপুর বাজে
ঝাউয়ের বনে
ঝাউবন কাশবন সব ছুঁয়ে গেলো
ছুঁয়ে গেলো বিরহকাতর
সেই জলপাই বন
একদিন জলপাই বনে...
মনে পড়ে ?
এমন বিরহ দিনে
জানালা খুলে দাও
দরোজা খুলে দাও
হৃদয় খুলে দাও
হুট কোরে ঢুকে যাই,
কী আর হবে...
nice capture.good photography