কত কথা হয়নি বলা
কত স্বপ্ন হয়েছিল দেখা,
কত স্মৃতি লুকিয়ে রেখেছি মনে
কতদিন হয়না দেখা তোমারই সনে,
ভাবি তোমায় শুধুই আনমনে।
সেই তুমি আজ কেমন আছো জানতে ইচ্ছে করে,
কিভাবে তোমার খবর নিবো তুমিতো অনেক দূরে।
কত কথা হয়নি বলা
কত স্বপ্ন হয়েছিল দেখা,
কত স্মৃতি লুকিয়ে রেখেছি মনে
কতদিন হয়না দেখা তোমারই সনে,
ভাবি তোমায় শুধুই আনমনে।
সেই তুমি আজ কেমন আছো জানতে ইচ্ছে করে,
কিভাবে তোমার খবর নিবো তুমিতো অনেক দূরে।