আমাদের দেশে গাঁদা ফুল একটি জনপ্রিয় ফুল।এই ফুল খুব ব্যবহৃত হচ্ছে।অনেক কাজে এই ফুল ব্যবহৃত হইতেছে।তাই এই ফুলের চাষটাও বেড়েই চলেছে।খুব লাভবান হওয়া যাই গাঁদা ফুল চাষে।এই ফুল চাষের জন্য,এটেল মাটি প্রয়োজন।এটা যত্ননিতে হবে ঠিক মতো।এটা ভাল বীজ নির্দেশন করতে হবে।
বীজ বপনের সময় মাটি ঝুরঝুরে করে নিতে হবে।বীজতলায় নিয়মিত পানি দিতে হবে।গাছের ঠিক মত যত্ন নিতে হবে।বীজতলায় যেন পানি জন্মে না থাকে।একমাস হলে চারাগুলো মুল জমিতে রোপন কেরতে হবে।এই ছবিগুলা আমাদেন গ্রামের থেকে তোলা।
Sort: Trending