যতদূর মনে পরে প্রথম এক্রোবেট প্রদর্শনী দেখি ধামরাই এ।এখানে প্রতিবছর রথযাত্রা হয়।রথযাত্রা উপলক্ষ্যে হয় সপ্তাহব্যাপী মেলা।এই মেলাতে আসে সার্কাস টীম।সার্কাসেই প্রথম এক্রোবেটিক দেখি।দেখে অনেক আন্নন্দ পেতাম।আবার কখনো কখনো ভয় পেতাম।মনে হতো এই বুঝি পরে যাবে।কিন্তু কখনোই পড়তে দেখি নি। সবসময় খুব ই সুন্দর ভাবে এক্রোবেট করে গেছে।এখন বহু বছর হয়ে গেলো সার্কাস দেখা হয় না।কিন্তু শিল্পকলায় প্রায় ই এক্রোবেট প্রদর্শনী হয়।এর মধ্যে আবার ও হবে।যদি আমার দেখার সুযোগ হয়,তো আপনাদের জন্য ফটো তুলে নিয়ে আসব।
phroto-1
photo-2
photo-3
This post has received a 3.13 % upvote from @speedvoter thanks to: @pakhi7.
This post has received a 0.63 % upvote from @drotto thanks to: @pakhi7.