আসলে এখন ঠিক মনে করতে পারছি না ফটো গুলি দুর্গাপূজা শুরু হওয়ার আগে তোলা নাকি পরে।অবশ্য রমনা কালী মন্দির এ বেশ কয়েকদিন গিয়েছি।মনে হয় কয়েকদিন ই ফটো তুলেছি কোনো ফটো বোধহয় আগে তোলা কোনো ফটো পরে তুলা।গত পোস্ট এ যে ফটো গুলি আপলোড করেছিলাম ওই ফটো গুলি তুলেছিলাম একদম প্রথম গেট এর সামনের দিক থেকে যার জন্য মনে হয় দোকান গুলি দেখা যাই নাই।দোকান গুলি আরো সামনে ছিল।হাতের বামে।তবে আমার এই কথা মনে আছে ,আমি যখন মুরালি কিনে দোকানদার কে জিজ্ঞাস করেছিলাম এতো দাম কেনো ?দোকানদার তখন বলেছিলো অনেক টাকা দিয়ে এখানে বসতে হয়েছে।
picture-1
picture-2
picture-3
This post has received a 2.09 % upvote from @drotto thanks to: @pakhi7.
This post has received a 1.04 % upvote from @speedvoter thanks to: @pakhi7.