আসসালামুআলাইকুম, হ্যাল্লো ফটোগ্রাফি লাভারস, সবাই কেমন আছিস? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এক ধরনের লিলি ফুল বা ঘাসফুলের সাথে। চলতে ফিরতে টুক টাক ফটোগ্রাফি করতে কার না ভালো লাগে। আমিও তেমনি একজন। আমার ফোনের গ্যালারিতে থাকা কিছু ছবি নিয়েই আজকের এই পোস্ট। মাস কয়েক আগে আমার বিশ্ববিদ্যালয়ে চলতে ফিরতে আমার চোখে নজর কাড়লো এই ফুলগুলো। চারপাশে সবুজের মাঝে সাদা এই ফুলগুলো দেখতে সত্যি অনেক সুন্দর লাগতেছিলো। তাই আর দেরি না করে চট করে স্থিরচিত্র ধারণ করে নিলাম মুঠোফোনে। তাই ভাবলাম ছবি গুলো আপনাদের সাথেও শেয়ার করি।
এই ফুল গুলো সাধারণত বর্ষাকালে বৃষ্টির সময় দেখা যায়। এই ফুলের বৈজ্ঞানিক নাম Zephyranthes candida. এটি একটি লিলি প্রজাতির ফুল, ইংরেজিতে এই ফুলকে বলা হয় রেইন লিলি। এই লিলি ফুলগুলো সাধারণত সাদা, গোলাপি ও হলুদ বর্ণের হয়। ঘাসের মতো দেখতে এই ফুল গাছকে ঘাসফুল ও বলা হয়। বেশিরভাগ এই লিলি ফুলগাছ গুলো বিদেশি প্রজাতির তাই এর বাংলা কোনো তেমন নাম নেই।
বাগান প্রেমিদের কাছে ও বিভিন্ন প্রতিষ্ঠানের সুন্দর্য আরো বৃদ্ধি করার জন্য এই ফুল গাছ এখন অনেক জনপ্রিয়। বর্ষাকালে বৃষ্টির ছোঁয়া পেলেই সতেজ হয়ে ওঠে এই গাছ। বৃষ্টির ছোঁয়া পেলেই গাছে গাছে ফুটে ওঠে গোলাপি সাদা ফুলগুলো। বৃষ্টির সময় ফুল ফোটে জন্য বৃষ্টির নামের সাথে মিল রেখে এই ফুলকে বলা হয় রেইন লিলি। ঘাসের মতো দেখতে এই গাছ এখন বাগানে, ঘরের বারান্দায়, বাড়ির সাদে ও বিভিন্ন জায়গায় দেখা যায়। একসাথে অনেক রকমের রঙিন ফুল দেখতে মনটা ভরে যায়।
Reveal spoiler
This one is the best among all of the pictures. I love it!
Thank you.
Most welcome dear.
Congratulations @imam-hasan! You have completed the following achievement on the Hive blockchain And have been rewarded with New badge(s)
Your next target is to reach 250 posts.
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
To support your work, I also upvoted your post!