বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল।

in #photography7 years ago

দোয়েল আমাদের দেশের জাতীয় পাখি। দোয়েল পাখি দেখতে অনেকটা ছোট আকৃতির। দোয়েল পাখির দেহ উজ্জ্বল কালো বর্ণের এবং গলার নীচ থেকে বুক পর্যন্ত এবং ডানা বরাবর সাদা বর্ণের। দোয়েল পাখি গাছের শাখায়-শাখায়, ডালে-ডালে বসে মিষ্টি সুরেলা কণ্ঠে গান গায়।
a1.JPG